সৈয়দ ঋয়াদ, ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদ্যসাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দে অনিয়ম, নিজের ও পরিবারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের বোর্ড সভার তথ্য চেয়েছে সংস্থাটি। কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এরই মধ্যে অভিযোগ অসুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। টিমের অন্য সদস্যরা হলেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।
দুদক সূত্রটি জানিয়েছে, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশে বিশেষ পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে দুদক।
দুদকের চিঠিতে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ওই চিঠিতে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। বর্ণিত ব্যক্তি ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশন যেকোনো মুহূর্তে দেশ ছেড়ে বিদেশ গমন করতে পারেন মর্মে গোপন সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন।
দুদক থেকে রাজউকের সাবেক এই চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান করতে রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও দেশের ৬৪টি তফসিলি ব্যাংকে তাঁর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে গত মঙ্গলবার একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের সেই চিঠিতে বলা হয়, মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার মন্ত্রণালয়ে আগে কর্মরত মো. সিদ্দিকুর রহমান সরকারের কর্মকাল, উক্ত কর্মকালে প্রাপ্ত বেতন-ভাতাদি ও অন্য বৈধ সুযোগ–সুবিধাদি, কর্মকালে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে উক্ত পরিপ্রেক্ষিতে হওয়া তদন্ত প্রতিবেদন, বিভাগীয় ব্যবস্থার সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। চাহিত রেকর্ডপত্র ১৬ এপ্রিলে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
রাজউক চেয়ারম্যানের কাছে দুদক থেকে পাঠানো অন্য একটি চিঠিতে বলা হয়েছে, মো. সিদ্দিকুর রহমান সরকার রাজউকে চেয়ারম্যান হিসেবে কর্মকালে এবং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে অনুষ্ঠিত সব বোর্ড সভার কার্যপত্র, আলোচ্যসূচি ও বোর্ড সভার কার্যবিবরণী ১৭ এপ্রিলের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
তবে অভিযোগের বিষয়ে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বক্তব্য নেওয়া যায়নি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদ্যসাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দে অনিয়ম, নিজের ও পরিবারের নামে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের বোর্ড সভার তথ্য চেয়েছে সংস্থাটি। কমিশনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এরই মধ্যে অভিযোগ অসুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছ। টিমের অন্য সদস্যরা হলেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।
দুদক সূত্রটি জানিয়েছে, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশে বিশেষ পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে দুদক।
দুদকের চিঠিতে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ওই চিঠিতে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। বর্ণিত ব্যক্তি ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশন যেকোনো মুহূর্তে দেশ ছেড়ে বিদেশ গমন করতে পারেন মর্মে গোপন সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন।
দুদক থেকে রাজউকের সাবেক এই চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধান করতে রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও দেশের ৬৪টি তফসিলি ব্যাংকে তাঁর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে গত মঙ্গলবার একটি চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের সেই চিঠিতে বলা হয়, মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বর্ণিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার মন্ত্রণালয়ে আগে কর্মরত মো. সিদ্দিকুর রহমান সরকারের কর্মকাল, উক্ত কর্মকালে প্রাপ্ত বেতন-ভাতাদি ও অন্য বৈধ সুযোগ–সুবিধাদি, কর্মকালে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে উক্ত পরিপ্রেক্ষিতে হওয়া তদন্ত প্রতিবেদন, বিভাগীয় ব্যবস্থার সংশ্লিষ্ট তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। চাহিত রেকর্ডপত্র ১৬ এপ্রিলে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
রাজউক চেয়ারম্যানের কাছে দুদক থেকে পাঠানো অন্য একটি চিঠিতে বলা হয়েছে, মো. সিদ্দিকুর রহমান সরকার রাজউকে চেয়ারম্যান হিসেবে কর্মকালে এবং ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে অনুষ্ঠিত সব বোর্ড সভার কার্যপত্র, আলোচ্যসূচি ও বোর্ড সভার কার্যবিবরণী ১৭ এপ্রিলের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
তবে অভিযোগের বিষয়ে রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকারের বক্তব্য নেওয়া যায়নি।
বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সুপার নিউমারারি পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩ মিনিট আগেতিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় স্থানীয় সময় আজ সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
২৫ মিনিট আগেরংপুরে তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দুজনকে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি তাদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে ১১১ জন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
২ ঘণ্টা আগে