Ajker Patrika

ঈদে বাসভাড়া কেন দ্বিগুণ হয়, বিমানের সঙ্গে তুলনা করে বোঝালেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২২: ৪৭
ঈদে বাসভাড়া কেন দ্বিগুণ হয়, বিমানের সঙ্গে তুলনা করে বোঝালেন শাজাহান খান

ঈদে বাসে বাড়তি ভাড়া আদায়কারীদের পক্ষে সাফাই গাইলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাজাহান খান এমন কথা বলেন। 

সাবেক নৌ–পরিবহনমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাজাহান খান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। 

ঈদের সময় বাসভাড়া দ্বিগুণ হয়ে যায়—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি শাজাহান খানকে উত্তর দিতে বলেন। তখন শাজাহান খান বলেন, ‘এটি একটি বিতর্কিত বিষয়। এটি নিয়ে আলোচনা হয়েছে।’ এ সময় তিনি উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘বিমানের ভাড়া বাড়ছে নাকি কমছে? বিমান কি যানবাহন না? অবশ্যই বিমান গণপরিবহন।’ 

বাস ভাড়া সম্পর্কে শাজাহান খান বলেন, ‘ঢাকা থেকে যাচ্ছে, সেই গাড়িটা কিন্তু ফাঁকা আসতেছে। সেখানে অনেক সময় তারা ভাড়া কিছুটা বাড়ায়, তাও খুব বেশি না। ডাবল নেয় না। সে ক্ষেত্রে সাধারণ মানুষ যদি গাড়ি না পায় তাহলে হয় ইজিবাইক অথবা মাইক্রোবাস অথবা নানাভাবে সে কিন্তু যাবেই। দেখা যায় নানাভাবে সে কষ্ট করে যাচ্ছে।’ 

বাড়তি ভাড়া নেওয়াকে বৈধতা দিচ্ছেন কিনা—এ প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘বাড়তি ভাড়া কোনটা? বাস মালিকেরা সারা বছরই ১০০ টাকা ডিসকাউন্টে ভাড়া আদায় করে। ঈদের সময় সেটি হয়তো নিয়ে নেয়। সেটাকে মনে করে বাড়তি ভাড়া। টিকিট কালোবাজারি যেখানে অনেক ক্ষেত্রে সেখানে বাড়তি ভাড়া হয়ে যায়।’ 

তাহলে সারা বছর গণপরিবহন মালিকেরা লোকসান দিয়ে চলেন—এমন প্রশ্নের জবাবে এ শ্রমিক নেতা বলেন, ‘আমি শুধু বলতে চাই, পরিবহন ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে, পরিবহনকে টিকিয়ে রাখতে হবে। পরিবহন নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর পরিসংখ্যান আছে এবং বিভিন্ন কথা বলা হয়। এটি পরিবহন ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে।’ 

ডিজেলের দাম কমার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তেলের দাম কমায় মালিকসহ সবাই সম্মত হয়েছেন, যে পরিমাণ দাম কমেছে সেটি তাঁরা সমন্বয় করবেন।’ 

জ্বালানি তেলের দাম ২ টাকা ২৫ পয়সা কমার পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি। সেটিই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকা অপরিবর্তিত থাকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত