Ajker Patrika

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনকে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনে বর্তমান রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন তিনি। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জসিম উদ্দিন ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি মাল্টা, আলবেনিয়া এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কূটনৈতিক জীবনে জসিম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত জসিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন। তিনি দক্ষ কনস্যুলার পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে উদ্ভাবনী পরিবর্তন আনার কারণে এথেন্সে বাংলাদেশ দূতাবাস কর্তৃক ২০১৮ সালে সম্মানজনক জনপ্রশাসন পুরস্কার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত