কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তে উদ্ভূত পরিস্থিতি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
আজ সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।
মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়া এবং হতাহতের ঘটনাসহ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার বিষয়গুলো বৈঠকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে লি জিমিং বলেন, ‘ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কথা বলার সময় এ প্রসঙ্গটি তুলেছেন। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।
বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। কী কী আলাপ হয়েছে জানতে চাইলে লি জিমিং বলেন, ‘বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে তাড়াতাড়ি ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গেও কথা হয়েছে।’
বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সেনাদের সঙ্গে সে দেশের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক মাসেরও বেশি সময় ধরে লড়াই চলছে। গোলাগুলির সময় কমপক্ষে চার দফা মর্টারশেল বাংলাদেশে এসে পড়েছে। মর্টারশেলে একজন নিহত এবং সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে একজনের পা উড়ে গেছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে সীমান্ত পরিস্থিতি বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অবহিত করে। সেই সঙ্গে পরিস্থিতি উন্নয়নে তাঁদের নিজ নিজ দেশের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে দেশটির সঙ্গে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রিপক্ষীয় উদ্যোগ আছে। কর্মকর্তা পর্যায়ে বিষয়টি দেখভাল করে থাকেন ঢাকায় চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক।
মিয়ানমারের মুসলিম-প্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১১ লাখ মানুষ সে দেশের সেনাদের নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে এসেছে। তাঁরা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আশ্রিত আছেন।
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্তে উদ্ভূত পরিস্থিতি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
আজ সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন।
মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়া এবং হতাহতের ঘটনাসহ সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার বিষয়গুলো বৈঠকে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে লি জিমিং বলেন, ‘ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কথা বলার সময় এ প্রসঙ্গটি তুলেছেন। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত।
বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। কী কী আলাপ হয়েছে জানতে চাইলে লি জিমিং বলেন, ‘বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে তাড়াতাড়ি ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার প্রসঙ্গেও কথা হয়েছে।’
বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে সেনাদের সঙ্গে সে দেশের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক মাসেরও বেশি সময় ধরে লড়াই চলছে। গোলাগুলির সময় কমপক্ষে চার দফা মর্টারশেল বাংলাদেশে এসে পড়েছে। মর্টারশেলে একজন নিহত এবং সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে একজনের পা উড়ে গেছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন।
গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে সীমান্ত পরিস্থিতি বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অবহিত করে। সেই সঙ্গে পরিস্থিতি উন্নয়নে তাঁদের নিজ নিজ দেশের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায়।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে দেশটির সঙ্গে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রিপক্ষীয় উদ্যোগ আছে। কর্মকর্তা পর্যায়ে বিষয়টি দেখভাল করে থাকেন ঢাকায় চীন ও মিয়ানমারের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক।
মিয়ানমারের মুসলিম-প্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১১ লাখ মানুষ সে দেশের সেনাদের নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে এসেছে। তাঁরা কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে আশ্রিত আছেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
২৭ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে