Ajker Patrika

জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গু রোগী বেড়েছে সাড়ে ৫ হাজার

ডেঙ্গুর দাপট কিছুতেই কমছে না। গত জুলাইয়ের তুলনায় আগস্ট জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। আগস্টে আগের মাসের তুলনায় প্রায় সাড়ে ৫ হাজার রোগী বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২২০ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৩৩ জন। তাঁদের মধ্যে ঢাকায় ছিলেন ২১৩ জন এবং বাইরে ২০ জন। 

চলতি মাসে আজ (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৯৮ জন। আর গত জুলাইতে শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে রোগী বেড়েছে ৫ হাজার ৪১২ জন। গত জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন এবং চলতি আগস্টে তারা গেছেন ৩০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৩৫৭ জন রোগী। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ১১০ জন। আর দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৭ জন ডেঙ্গু রোগ। আর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন ৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও ঢাকা শিশু হাসপাতালে ১৭ জনসহ মোট ৭৮ জন। 
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে। আর গত রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত