Ajker Patrika

১৫৭ বিদেশি বন্দীকে ফেরত পাঠাতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ২৭
১৫৭ বিদেশি বন্দীকে ফেরত পাঠাতে হাইকোর্টের নির্দেশ

সাজার মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশের কারাগারে থাকা ১৫৭ বিদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বিভৃতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
 
ব্যারিস্টার বিভৃতি তরফদার সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট এদের দ্রুত নিজ নিজ দেশে পাঠাতে নির্দেশ দিয়েছেন। একজন মানুষকে সাজা ভোগ করার পরও কারাগারে রাখা মানবাধিকারের লঙ্ঘন।’

গত ২১ জানুয়ারি কারা অধিদপ্তর থেকে আদালতে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, দেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সাজা খাটা শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় ১৫৭ জন বিদেশি কারাবন্দি রয়েছেন। এর মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচজন মিয়ানমারের এবং একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত