Ajker Patrika

এজেন্সি লাগবে না, বাংলাদেশি শ্রমিকদের ই-ভিসা দেবে মালয়েশিয়া

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২১: ১৪
এজেন্সি লাগবে না, বাংলাদেশি শ্রমিকদের ই-ভিসা দেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে অভিবাসী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে দালালধর্মী প্রতিষ্ঠান বা ভিসা আবেদন এজেন্সিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে দেশটির নিয়োগকর্তারা সরাসরি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবেন। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানিয়েয়েন। আজ শুক্রবার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি বলেছেন, ই-ভিসা আবেদনগুলো এখন ইমিগ্রেশন বিভাগের মাই-ভিসা পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে। তাই আলাদা করে আর ভিসা এজেন্সির প্রয়োজন থাকছে না। 

আজ এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি বলেন, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে সরকার নিয়োগকর্তাদের সক্রিয় আইডি এবং ব্যবহারের নিয়মাবলি দিয়েছে। 

একই সময়ে দাতুক সেরি ৩১ মার্চের পরে অব্যবহৃত অভিবাসী কর্মী কোটা বাতিলে সরকারের সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ভিসা অনুমোদনের পর অভিবাসী কর্মীদের মালয়েশিয়ায় আনতে নিয়োগকর্তাদের এই বছরের ৩১ মে পর্যন্ত সময় থাকবে। 

দাতুক সেরি আরও বলেন, মালয়েশিয়ায় জনকল্যাণ ও শ্রম চাহিদা পূরণে মানবসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সরকারকে নতুন উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন এবং বিদেশি কর্মী নিয়োগের জন্য কোটা খোলার প্রয়োজনীয়তা বিবেচনার সুযোগ দেবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সরাসরি ই-ভিসা আবেদন চালুর ফলে নিয়োগকর্তারা নিজেদের কোটা ব্যবহারে সুবিধা পাবেন এবং প্রক্রিয়াটি সম্পন্ন হতে মাত্র এক থেকে দুই কার্যদিবস লাগবে বলে আশা করা হচ্ছে। 

পূর্বে বলা হয়েছিল যে ইমিগ্রেশন বিভাগ বিদেশি কর্মীদের পরিচালনা এবং গ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তি হালনাগাদ করেছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি গত সপ্তাহে বলেছিলেন, ৩১ মার্চের মধ্যে রেফারেন্সসহ ভিসা ইস্যু করা না হলে সক্রিয় বিদেশি কর্মীদের কোটা বাতিল হয়ে যাবে। সরকার ১ জুন থেকে সক্রিয় কোটার আওতায় বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেবে না। 

গত বছরের ১৭ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় মোট ৪ লাখ ১২ হাজার ১১ জন অভিবাসী কর্মীর ভিসা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৩০৫ জন শ্রমিক কোটায় (৫৮ দশমিক ১ শতাংশ) অনুমোদন পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত