Ajker Patrika

জীবনমান উন্নয়নে নতুন বিনিয়োগ

মাহফুজুল ইসলাম, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের কৃষি, অবকাঠামো, উচ্চশিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই চার খাতে নতুন করে বড় পরিসরের বিনিয়োগ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই খাতগুলোয় নতুন করে সরকারি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ—মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের উৎপাদনশীলতা, দক্ষতা এবং জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। ব্যবসা ও বিনিয়োগ পরিবেশেও এই প্রকল্পগুলোর পরোক্ষ ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও অর্থনীতি বিশ্লেষকেরা।

এ লক্ষ্যে আজ বুধবার ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দশম সভায় ১ হাজার ৭৪৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিন জেলায় সেচব্যবস্থার উন্নয়ন প্রকল্প, রাজধানীর অভিজাত এলাকায় দীর্ঘদিন ঝুলে থাকা লেক উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য বহুল প্রতীক্ষিত স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রকল্প রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা বলছেন, এসব প্রকল্প অর্থনৈতিক কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব বিবেচনায় নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থনৈতিক প্রভাবের দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় কৃষিক্ষেত্রে সেচ সক্ষমতা বৃদ্ধির এই নতুন প্রকল্পটি। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শস্য উৎপাদনে নতুন গতি আসবে বলে মনে করছেন নীতিনির্ধারকেরা। খরার প্রভাব মোকাবিলা ও ধান, সবজিসহ অর্থকরী ফসল চাষে পানি সরবরাহ সহজলভ্য করতে মাঠপর্যায়ে আধুনিক সেচব্যবস্থা নির্মাণ এবং জলাধার উন্নয়ন করা হবে। প্রকল্পের বাজেট ও বাস্তবায়ন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সভায় উপস্থাপন করা হবে।

একই সঙ্গে জলবায়ু ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘বি স্ট্রং’ শীর্ষক কর্মসংস্থানমুখী একটি সামাজিক নিরাপত্তা প্রকল্পও উঠছে একনেক সভায়। ২৪৪ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য দুর্যোগ-পরবর্তী সময়ের তাৎক্ষণিক পুনর্বাসন এবং উচ্চ দারিদ্র্যপীড়িত পরিবারে আয়বর্ধন। চার বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্পে প্রাথমিকভাবে ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, নগদ কর্মসংস্থান ও প্রশিক্ষণমূলক সহায়তার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর অন্যতম আলোচিত অবকাঠামোগত প্রকল্প গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প আবারও সংশোধিত ব্যয়ে উঠছে সভায়। রাজউকের তত্ত্বাবধানে থাকা প্রকল্পটির ব্যয় নতুন করে ১৪৫ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৫৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প মূলত নগরপরিকল্পনা ও আবাসন উন্নয়নের অংশ হিসেবে দুর্যোগ-পরবর্তী সময়ের তাৎক্ষণিক পুনর্বাসন এবং উচ্চ দারিদ্র্যপীড়িত পরিবারে আয়বর্ধন। ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও ২০১০ সালে শুরু হওয়া প্রকল্পটি ১৫ বছরে শেষ হয়নি, তবুও আগামী অর্থবছরে ২৩৯ কোটি টাকার নতুন বরাদ্দের মাধ্যমে কাজ পূর্ণোদ্যমে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে বিনিয়োগের অংশ হিসেবে এবার একনেক সভায় অনুমোদন পেতে যাচ্ছে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত অঞ্চলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার প্রস্তাব একনেক সভায় তোলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও এত দিন নিজস্ব অবকাঠামো পায়নি। দীর্ঘ আটবার পরিকল্পনা কমিশন থেকে ফেরত দেওয়ার পর এবার সংশোধিত ও ব্যয় সংযত প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। পুরো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে এবং ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে নির্মাণ কার্যক্রম শুরু হবে চলতি মাস থেকেই।

আজকের একনেক সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদনের জন্য এবং ১১টি প্রকল্প অবগতির জন্য তোলা হচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশনের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন আজকের পত্রিকাকে জানিয়েছেন, সভায় চারটি নতুন প্রকল্প এবং সাতটি সংশোধিত প্রকল্প তোলা হবে। এর মধ্যে চারটি প্রকল্প ব্যয় বৃদ্ধির এবং তিনটি শুধু মেয়াদ বৃদ্ধির প্রস্তাব হিসেবে উপস্থাপন করা হবে। এই প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়িত হলে একটি সমন্বিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত গড়ে উঠবে বলেই আশা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের।

একনেক অনুমোদনের জন্য অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ (৩য় সংশোধিত), নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও ক্ষতিকর আচরণ প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ (১ম সংশোধিত), ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রজেক্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত