সাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা
যুক্তরাষ্ট্রের সদ্য ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতেই যেসব নির্বাহী আদেশ দিয়েছেন, তা কার্যকর হলে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর বাইরে বাংলাদেশের কিছু স্বার্থেও নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি আছে। ঢাকা ও ওয়াশিংটনের বাংলাদেশি বিশ্লেষকেরা গতকাল মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ট্রাম্পের সই করা ৬-৭টি আদেশের কারণে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের অনেকের স্বার্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে।
হুমায়ুন কবিরের ধারণা, কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া যাঁরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাঁদের অনেককে দেশটি ছাড়তে হতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে তাতেও অনেক পরিবারের কিছু সদস্যের সেখানে অবস্থান করা দুরূহ হয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অনেকের বসবাস অনিশ্চিত হয়ে গেলে সেখান থেকে আসা প্রবাসী আয়ও কমতে পারে, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসা রেমিট্যান্সের শীর্ষ উৎসগুলোর একটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে যে ২ হাজার ৭০০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে তার মূল উৎস যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
একই সঙ্গে বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করা প্রবাসী বাংলাদেশি ও বৈধ উপায়ে যাওয়া শিক্ষার্থীদের কোনো ঝুঁকি নেই।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ঠিক কত মানুষ আছে, সে বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে তাদের সংখ্যা ৩ লাখ থেকে ৫ লাখ হতে পারে বলে ধারণা করা হয়ে থাকে। ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দেশটিতে বৈধভাবে অবস্থান করছেন এমন বাংলাদেশির সংখ্যা ২ লাখ হতে পারে।
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার জন্য করা আন্তর্জাতিক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে যে আদেশ দিয়েছেন, তাতেও বাংলাদেশের কিছু স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় দাতা দেশগুলোর একটি। দেশটির অনুদান বন্ধ হয়ে গেলে সংস্থাটিকে ব্যয় সংকোচনে যেতে হতে পারে। এতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সংস্থাটির মাধ্যমে আসা সহায়তা কমতে পারে। আবার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে বাংলাদেশ। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে এর আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা রয়েছে, তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি আছে।
এ ছাড়া ট্রাম্প শরণার্থীদের বিষয়ে একটি আদেশে সই করায় বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের কিছু মানুষ পরোক্ষভাবে বঞ্চিত হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকদের একটি অংশ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন কমতে পারে বলে মনে করেন তাঁরা।
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসনের আলাপে রোহিঙ্গা প্রসঙ্গটি গুরুত্ব পায়। উপদেষ্টা আরও বেশি রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের আহ্বান জানান। জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, ইতিমধ্যে প্রায় ১৭ হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছে।
ওয়াশিংটন থেকে একজন কূটনীতিক বলেন, ট্রাম্পের কিছু আদেশের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন অনেকে আদালতে মামলা করতে শুরু করছেন। এ কারণে প্রেসিডেন্টের কোন আদেশ কতটুকু ও কবে নাগাদ কার্যকর হবে, সে বিষয়ে এখনই অনুমান করা মুশকিল। যেমন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারটি সংবিধানে সন্নিবেশিত থাকায় এটি স্থায়ীভাবে বাতিল করতে সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে। আইন সভার উভয় কক্ষে তা অনুমোদিত হতে হবে।
যুক্তরাষ্ট্রের সদ্য ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শুরুতেই যেসব নির্বাহী আদেশ দিয়েছেন, তা কার্যকর হলে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর বাইরে বাংলাদেশের কিছু স্বার্থেও নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি আছে। ঢাকা ও ওয়াশিংটনের বাংলাদেশি বিশ্লেষকেরা গতকাল মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ট্রাম্পের সই করা ৬-৭টি আদেশের কারণে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের অনেকের স্বার্থ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে।
হুমায়ুন কবিরের ধারণা, কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া যাঁরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাঁদের অনেককে দেশটি ছাড়তে হতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হলে তাতেও অনেক পরিবারের কিছু সদস্যের সেখানে অবস্থান করা দুরূহ হয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের অনেকের বসবাস অনিশ্চিত হয়ে গেলে সেখান থেকে আসা প্রবাসী আয়ও কমতে পারে, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসা রেমিট্যান্সের শীর্ষ উৎসগুলোর একটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে যে ২ হাজার ৭০০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে তার মূল উৎস যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।
একই সঙ্গে বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করা প্রবাসী বাংলাদেশি ও বৈধ উপায়ে যাওয়া শিক্ষার্থীদের কোনো ঝুঁকি নেই।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ঠিক কত মানুষ আছে, সে বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই। তবে তাদের সংখ্যা ৩ লাখ থেকে ৫ লাখ হতে পারে বলে ধারণা করা হয়ে থাকে। ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দেশটিতে বৈধভাবে অবস্থান করছেন এমন বাংলাদেশির সংখ্যা ২ লাখ হতে পারে।
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার জন্য করা আন্তর্জাতিক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে যে আদেশ দিয়েছেন, তাতেও বাংলাদেশের কিছু স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় দাতা দেশগুলোর একটি। দেশটির অনুদান বন্ধ হয়ে গেলে সংস্থাটিকে ব্যয় সংকোচনে যেতে হতে পারে। এতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সংস্থাটির মাধ্যমে আসা সহায়তা কমতে পারে। আবার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ওপরের দিকেই রয়েছে বাংলাদেশ। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে এর আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা রয়েছে, তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি আছে।
এ ছাড়া ট্রাম্প শরণার্থীদের বিষয়ে একটি আদেশে সই করায় বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের কিছু মানুষ পরোক্ষভাবে বঞ্চিত হতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকদের একটি অংশ। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন কমতে পারে বলে মনে করেন তাঁরা।
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসনের আলাপে রোহিঙ্গা প্রসঙ্গটি গুরুত্ব পায়। উপদেষ্টা আরও বেশি রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের আহ্বান জানান। জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, ইতিমধ্যে প্রায় ১৭ হাজার রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছে।
ওয়াশিংটন থেকে একজন কূটনীতিক বলেন, ট্রাম্পের কিছু আদেশের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন অনেকে আদালতে মামলা করতে শুরু করছেন। এ কারণে প্রেসিডেন্টের কোন আদেশ কতটুকু ও কবে নাগাদ কার্যকর হবে, সে বিষয়ে এখনই অনুমান করা মুশকিল। যেমন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারটি সংবিধানে সন্নিবেশিত থাকায় এটি স্থায়ীভাবে বাতিল করতে সংবিধান সংশোধন করার প্রয়োজন হবে। আইন সভার উভয় কক্ষে তা অনুমোদিত হতে হবে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার ৬০০ টাকা। এর আগে আগে ২০১৯ সালের মে মাসে পুনঃনির্ধারণ করা সম্মানী ছিল ২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রায় পাঁচ বছরের ব্যবধানে এ ভাতা বাড়ল ১ হাজার ১০০ টাকা। তারও আগে এ ভাতা ছ
১০ মিনিট আগেনিরাপত্তা হুমকিতে পড়া ওই সাক্ষীর বিষয়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
৩৬ মিনিট আগেরাজধানীর কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে কর্মরত ১৫ জন গাড়িচালকের নামে সাময়িক বরাদ্দ করা প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) এ প্রকল্পে বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ
১ ঘণ্টা আগেনিয়োগের শর্তগুলো হলো—কেস টু কেস ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ হবে; এ নিয়োগে থাকাকালে দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না; রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া যাবে না; প্রয়োজনে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে। এ ছাড়া এ
১ ঘণ্টা আগে