কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’ আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও জার্মান এনজিও ফ্রেডরিক–এবার্ট-স্টিফটুং বাংলাদেশ অফিস ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘সরকার বলেছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। আর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দলগুলোর ব্যাপার।’ তবে, প্রধান বিরোধী দলগুলো ভোটে অংশ নেবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভোটারদের সচেতন করতে প্রশিক্ষণ কর্মসূচিতে তহবিলের জোগান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে প্রধান দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত না হলে এ ধরনের প্রশিক্ষণে তহবিল দেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় আছে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলগুলো সহসা সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সকল দলের সংযত থাকার ওপর জোর দিয়ে ইতো নাওকি বলেন, সহিংসতা দ্বারা রাজনীতির গতিপথ নির্ধারিত হবে না।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, জাপানসহ বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি এবং কর কাঠামোর সংস্কার দরকার হবে। কিন্তু গত তিন বছরে এমন কোনো সংস্কার হয়নি।
জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদেশি বিনিয়োগের জন্য দুর্নীতিমুক্ত পরিবেশও দরকার। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পুরোপুরি দুর্নীতিমুক্ত কোম্পানিগুলো আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি নভেম্বর মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কর্মসূচির উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
জাপান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা সামগ্রী বাংলাদেশে রপ্তানি করতে চায় জাপান। এখন মোবাইল রাডার ইউনিট রপ্তানি নিয়ে কথা হচ্ছে।
বাংলাদেশে তরুণদের জন্য উন্নত শিক্ষা ও দক্ষতা বাড়াতে সতর্ক পদক্ষেপ দরকার বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, জাপান প্রশিক্ষিত কর্মী বিভিন্ন দেশ থেকে নিচ্ছে। মাত্র একজন বাংলাদেশি কর্মী পুরো প্রক্রিয়া অনুসরণ করে জাপান যেতে পেরেছে। সে সেখানে কাজ করছে।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমার ও রাখাইনে বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয়। তবে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের ফেরানোর জন্য প্রস্তুত করা দরকার বলে তিনি উল্লেখ করেন।
সিজিএস নির্বাহী পরিচালক জিল্লুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যেখানে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের চেয়ারপারসন মুনিরা খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আওয়ামী লীগের এ কে ফায়জুল হক, সিজিএস চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী এবং এফইএস বাংলাদেশ কর্মসূচি সমন্বয়ক সাধন কুমার দাসসহ অন্যরা অংশ নেন।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’ আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ও জার্মান এনজিও ফ্রেডরিক–এবার্ট-স্টিফটুং বাংলাদেশ অফিস ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘সরকার বলেছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। আর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক দলগুলোর ব্যাপার।’ তবে, প্রধান বিরোধী দলগুলো ভোটে অংশ নেবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভোটারদের সচেতন করতে প্রশিক্ষণ কর্মসূচিতে তহবিলের জোগান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে প্রধান দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত না হলে এ ধরনের প্রশিক্ষণে তহবিল দেওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় আছে। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলগুলো সহসা সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সকল দলের সংযত থাকার ওপর জোর দিয়ে ইতো নাওকি বলেন, সহিংসতা দ্বারা রাজনীতির গতিপথ নির্ধারিত হবে না।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, জাপানসহ বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতি এবং কর কাঠামোর সংস্কার দরকার হবে। কিন্তু গত তিন বছরে এমন কোনো সংস্কার হয়নি।
জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের জন্য আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিদেশি বিনিয়োগের জন্য দুর্নীতিমুক্ত পরিবেশও দরকার। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পুরোপুরি দুর্নীতিমুক্ত কোম্পানিগুলো আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি নভেম্বর মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কর্মসূচির উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
জাপান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা সামগ্রী বাংলাদেশে রপ্তানি করতে চায় জাপান। এখন মোবাইল রাডার ইউনিট রপ্তানি নিয়ে কথা হচ্ছে।
বাংলাদেশে তরুণদের জন্য উন্নত শিক্ষা ও দক্ষতা বাড়াতে সতর্ক পদক্ষেপ দরকার বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, জাপান প্রশিক্ষিত কর্মী বিভিন্ন দেশ থেকে নিচ্ছে। মাত্র একজন বাংলাদেশি কর্মী পুরো প্রক্রিয়া অনুসরণ করে জাপান যেতে পেরেছে। সে সেখানে কাজ করছে।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমার ও রাখাইনে বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের ফেরার জন্য অনুকূল নয়। তবে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে রোহিঙ্গাদের ফেরানোর জন্য প্রস্তুত করা দরকার বলে তিনি উল্লেখ করেন।
সিজিএস নির্বাহী পরিচালক জিল্লুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যেখানে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের চেয়ারপারসন মুনিরা খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আওয়ামী লীগের এ কে ফায়জুল হক, সিজিএস চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী এবং এফইএস বাংলাদেশ কর্মসূচি সমন্বয়ক সাধন কুমার দাসসহ অন্যরা অংশ নেন।
বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিচার বিভাগের বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরে তা নিরসনের দাবি তুলছেন। অ্যাসোসিয়েশনের মতে, ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধু বিচারকদের জন্য ৬টি গ্রেড রেখে পৃথক পে-স্কেলসহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক...
১ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’।
১২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে এই আইনের আওতায় আনা হবে। এই অধিদপ্তরের মাধ্যমেই শহীদদের পরিবারকে
১২ ঘণ্টা আগেমিয়ানমারের সামরিক জান্তা দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-নিয়ন্ত্রিত রাখাইনে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছানোর কোনো ধরনের ব্যবস্থা চায় না। আবার অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে যে আন্তর্জাতিক সম্মেলন করতে চায়, তাতেও জান্তার আপত্তি আছে।
১২ ঘণ্টা আগে