Ajker Patrika

লবিস্ট গ্রুপ দেশের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২২: ০৫
লবিস্ট গ্রুপ দেশের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

লবিস্ট গ্রুপ বা ব্যক্তিবিশেষ বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না। তবে এরা মার্কিন নিষেধাজ্ঞার পর জোর পেয়েছে। রোববার রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ-২০২১ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ইউরোপীয় ইউনিয়নে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ইউরোপীয় সংসদের চিঠি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছু ব্যক্তি বিশেষ কিছু ইস্যু নিয়ে, বিশেষ করে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে যথেষ্ট জোর পেয়েছে। তো তারা লেখালেখি করবে। এগুলো ব্যক্তিবিশেষের লেখালেখি। আমাদের বিশ্বাস ওই সমস্ত সংস্থা এগুলো আমলে নেবে না। আমরা তবুও সেই সংস্থাগুলোকে ব্রিফিং করব, আসল দেশের কী অবস্থা। আমরা চিঠি পাঠাচ্ছি সব সংস্থাকে। আমাদের বিশ্বাস যে তাঁদের সঙ্গে আমাদের যে ধরনের সম্পর্ক রয়েছে, এর ফলে ব্যক্তিবিশেষের বিভিন্ন রকম কিংবা লবিস্ট গ্রুপের বিভিন্ন রকম প্ররোচনায় খুব সুবিধা হবে না।’ 

র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে তিন মন্ত্রীর কমিটির হালনাগাদ তথ্য জানতে চাইলে মোমেন বলেন, ‘আমরা ক্রমাগত বৈঠক করি। কী করতে হবে তা নিয়ে আলোচনা করি। আমরা সিদ্ধান্তগুলো আলোচনার মাধ্যমে নেব। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কয়েকজন বসে প্রতিদিনই সিদ্ধান্ত নিই যে কোন দিন কী করা উচিত।’

দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো নিয়ে বিএনপির বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ঠিক করেন কী ব্যবস্থা নেবেন। দেশের বিরুদ্ধে অমঙ্গল যারা চায়, তাদের বিরুদ্ধে কী রকম ব্যবস্থা নেবেন আপনারাই বলেন।’ 

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সংস্থা ও মিশনকে চিঠি পাঠানো হয়েছে। এ সময় বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে কূটনৈতিক ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত