প্রতিনিধি, কলকাতা
ঈদে দাদার সঙ্গে দেখা করতে ভারতে এসেছিল ১২ বছরের নয়ন আলী। দাদার সঙ্গে দেখা করে সীমান্ত পার হয়ে দেশে ফেরার আগেই ধরা পড়ে বিএসএফের হাতে।
বেআইনি অনুপ্রবেশের দায়ে নয়ন আলীকে আটক করে বিএসএফ। তবে পরে বয়সের কথা চিন্তা করে মানবিকতাকেই বড় করে দেখেন বিএসএফ কর্মকর্তারা। তাই শুভেচ্ছা সহযোগে নয়নকে বিজিবির হাতে তুলে দেন ভারতীয় সীমান্তরক্ষীরা।
বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার বিশ্ববন্ধু বলেন, এই নাবালক ছেলেটি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসেনি। ছেলেটি তার দাদার সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করা অপরাধ। তবে ছেলেটির ভবিষ্যতের দিকে তাকিয়ে ও সীমান্তবর্তী এলাকার মানুষের সদ্ভাবের প্রতি সম্মান জানিয়ে ছেলেটিকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৭৮ ব্যাটালিয়নের মুর্শিদাবাদ জেলার পিরোজপুর থেকে নয়নকে গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল।
নয়নের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তর নারায়ণপুরের জোহরপুর গ্রামে। তার বাবার নাম সাদিরুল আলী।
বিএসএফ সূত্রে জানা যায়, ২২ জুলাই নয়ন ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর গ্রামে তার দাদা ইরামুল হকের সঙ্গে দেখা করতে এসেছিল। সেদিনই ফেরার পথে ধরা পড়ে।
ঈদে দাদার সঙ্গে দেখা করতে ভারতে এসেছিল ১২ বছরের নয়ন আলী। দাদার সঙ্গে দেখা করে সীমান্ত পার হয়ে দেশে ফেরার আগেই ধরা পড়ে বিএসএফের হাতে।
বেআইনি অনুপ্রবেশের দায়ে নয়ন আলীকে আটক করে বিএসএফ। তবে পরে বয়সের কথা চিন্তা করে মানবিকতাকেই বড় করে দেখেন বিএসএফ কর্মকর্তারা। তাই শুভেচ্ছা সহযোগে নয়নকে বিজিবির হাতে তুলে দেন ভারতীয় সীমান্তরক্ষীরা।
বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার বিশ্ববন্ধু বলেন, এই নাবালক ছেলেটি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসেনি। ছেলেটি তার দাদার সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করা অপরাধ। তবে ছেলেটির ভবিষ্যতের দিকে তাকিয়ে ও সীমান্তবর্তী এলাকার মানুষের সদ্ভাবের প্রতি সম্মান জানিয়ে ছেলেটিকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৭৮ ব্যাটালিয়নের মুর্শিদাবাদ জেলার পিরোজপুর থেকে নয়নকে গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল।
নয়নের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তর নারায়ণপুরের জোহরপুর গ্রামে। তার বাবার নাম সাদিরুল আলী।
বিএসএফ সূত্রে জানা যায়, ২২ জুলাই নয়ন ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর গ্রামে তার দাদা ইরামুল হকের সঙ্গে দেখা করতে এসেছিল। সেদিনই ফেরার পথে ধরা পড়ে।
বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতি বদলে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগের বদলে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হবে বিসিএসের আদলে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে।
১০ ঘণ্টা আগেমোবাইল ফোনে রিচার্জের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সারচার্জ প্রত্যাহারে পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
১২ ঘণ্টা আগে৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী ও ব্যাংকটির সাবেক পরিচালক নাসরিন ইসলামসহ ২১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল ও রাজশাহীর
১২ ঘণ্টা আগে