নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ চত্বরে ‘জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি প্রতি মাসে কিছু সমন্বয় করব। সেটাই এখন চলছে।’
দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এবং কৃষিতে সেচের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সেচের জন্য অনেক জায়গায় সারা দিন ধরে অনেকে পাম্প চালান। সারা দিন পাম্প চালিয়ে রাখলে সমস্যা হবে। এ কারণে সেচে বিদ্যুৎ ব্যবহারে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার পরও কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিচ্ছে।’
বিশ্ববাজারে দাম কমলেও দেশে গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মূলত আগামী এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আর গ্যাসের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হচ্ছে।’
ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে পৌঁছানো সম্ভব হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বাড়ানো কিংবা কমানো, যা-ই করা হোক না কেন, ভোক্তারা তার সুফল পাবে না বলে মত দিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রতি মাসে দাম সমন্বয় অগ্রসর অর্থনীতির দেশের জন্য ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মতো অর্থনীতির জন্য নয়। এখানে এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও ভোক্তারা কম দামে এলপিজি পায় না।’
এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে দিয়ে সরকার নিজেই যখন-তখন দাম সমন্বয়ের যে প্রক্রিয়া চালু করেছে, তাতে অপচয়, দুর্নীতি ও অমিতব্যয়িতা কার্পেটের নিচে চাপা পড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোক্তাদের এর পরিণতি বহন করতে হবে।’
বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ চত্বরে ‘জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি প্রতি মাসে কিছু সমন্বয় করব। সেটাই এখন চলছে।’
দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এবং কৃষিতে সেচের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সেচের জন্য অনেক জায়গায় সারা দিন ধরে অনেকে পাম্প চালান। সারা দিন পাম্প চালিয়ে রাখলে সমস্যা হবে। এ কারণে সেচে বিদ্যুৎ ব্যবহারে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তার পরও কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দিচ্ছে।’
বিশ্ববাজারে দাম কমলেও দেশে গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘মূলত আগামী এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। আর গ্যাসের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হচ্ছে।’
ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে পৌঁছানো সম্ভব হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে সমন্বয়ের নামে বিদ্যুতের দাম বাড়ানো কিংবা কমানো, যা-ই করা হোক না কেন, ভোক্তারা তার সুফল পাবে না বলে মত দিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘প্রতি মাসে দাম সমন্বয় অগ্রসর অর্থনীতির দেশের জন্য ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মতো অর্থনীতির জন্য নয়। এখানে এলপিজি গ্যাসের দাম কমানোর ঘোষণা দেওয়া হলেও ভোক্তারা কম দামে এলপিজি পায় না।’
এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে দিয়ে সরকার নিজেই যখন-তখন দাম সমন্বয়ের যে প্রক্রিয়া চালু করেছে, তাতে অপচয়, দুর্নীতি ও অমিতব্যয়িতা কার্পেটের নিচে চাপা পড়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোক্তাদের এর পরিণতি বহন করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৪ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
২৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে