Ajker Patrika

নিরাপত্তা বিষয়ে কথা বলতে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নিরাপত্তা বিষয়ে কথা বলতে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ঢাকায়

সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আবদুলআজিজ আল-দাউদ দুই দিনের সফরে আজ শনিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি অতিথিকে স্বাগত জানান। 

আরব দেশটিতে অবস্থানরত প্রায় ২৫ লাখ বাংলাদেশি কর্মী এবং মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রসঙ্গসহ নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগামীকাল রোববার আসাদুজ্জামান খানের সঙ্গে সৌদি উপমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে বলে সৌদি কূটনৈতিক সূত্র জানিয়েছে। 

সৌদি উপমন্ত্রী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ-মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপর সন্ধ্যায় তিনি সৌদি আরব ফিরে যাবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত