Ajker Patrika

আসিয়ান সদস্যপদের জন্য থাইল্যান্ডের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এই বৈঠকের কথা জানানো হয়।

বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগদানের পরিকল্পনা করলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হওয়া।

তিনি আরও বলেন, ‘সেখানেই আমাদের ভবিষ্যৎ।’

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং এটি সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য।

আঞ্চলিক সহযোগিতা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ও জনগণের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করাই এসব জোটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আশা করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ শীর্ষ আসিয়ান দেশগুলো বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেবে।

অধ্যাপক ইউনুস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশই একই ধরনের ইতিহাস ও চ্যালেঞ্জের অংশীদার।

তিনি আরও বলেন, ‘এই বৈঠক হবে সেই সম্পর্কের সূচনা, যেটি আমরা গড়ে তুলতে চাই।’

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন নিয়েও মতামত দেন। তিনি বলেন, বিশ্ব এই ‘বিশৃঙ্খলা’কে নিজেদের উপকারে লাগাতে পারে। এই বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

একটি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবা যায় কি না—বৈঠকে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা একটি নিষ্ঠুর স্বৈরশাসনকে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে।

থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

এই বৈঠকে অংশ নেন— থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত বেজ্জাজিভাসহ একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যাংকার, একাডেমিক ও নাগরিক সমাজের নেতারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত