অনলাইন ডেস্ক
আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এই বৈঠকের কথা জানানো হয়।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগদানের পরিকল্পনা করলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হওয়া।
তিনি আরও বলেন, ‘সেখানেই আমাদের ভবিষ্যৎ।’
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং এটি সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ও জনগণের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করাই এসব জোটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আশা করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ শীর্ষ আসিয়ান দেশগুলো বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেবে।
অধ্যাপক ইউনুস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশই একই ধরনের ইতিহাস ও চ্যালেঞ্জের অংশীদার।
তিনি আরও বলেন, ‘এই বৈঠক হবে সেই সম্পর্কের সূচনা, যেটি আমরা গড়ে তুলতে চাই।’
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন নিয়েও মতামত দেন। তিনি বলেন, বিশ্ব এই ‘বিশৃঙ্খলা’কে নিজেদের উপকারে লাগাতে পারে। এই বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
একটি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবা যায় কি না—বৈঠকে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা একটি নিষ্ঠুর স্বৈরশাসনকে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে।
এই বৈঠকে অংশ নেন— থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত বেজ্জাজিভাসহ একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যাংকার, একাডেমিক ও নাগরিক সমাজের নেতারা।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এই বৈঠকের কথা জানানো হয়।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগদানের পরিকল্পনা করলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হওয়া।
তিনি আরও বলেন, ‘সেখানেই আমাদের ভবিষ্যৎ।’
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং এটি সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ও জনগণের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করাই এসব জোটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আশা করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ শীর্ষ আসিয়ান দেশগুলো বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেবে।
অধ্যাপক ইউনুস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশই একই ধরনের ইতিহাস ও চ্যালেঞ্জের অংশীদার।
তিনি আরও বলেন, ‘এই বৈঠক হবে সেই সম্পর্কের সূচনা, যেটি আমরা গড়ে তুলতে চাই।’
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন নিয়েও মতামত দেন। তিনি বলেন, বিশ্ব এই ‘বিশৃঙ্খলা’কে নিজেদের উপকারে লাগাতে পারে। এই বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
একটি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবা যায় কি না—বৈঠকে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা একটি নিষ্ঠুর স্বৈরশাসনকে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে।
এই বৈঠকে অংশ নেন— থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত বেজ্জাজিভাসহ একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যাংকার, একাডেমিক ও নাগরিক সমাজের নেতারা।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ায় স্থানীয় সময় আজ সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান।
১৮ মিনিট আগেরংপুরে তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের দুজনকে ভ্যান চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি তাদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছে ১১১ জন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
২ ঘণ্টা আগেএবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ফিরে আসতে হয়েছে। বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বিমানের একটি ফ্লাইট ২০ মিনিট উড়ে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
৩ ঘণ্টা আগে