নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা আগামী রোববার ঢাকায় আসছে। এদিন রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা রয়েছে।
জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে দুই ডোজের এই টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় আসবে ১ লাখ ৬২০ ডোজ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজই এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভ্যাকসিনটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে ৪০ বছরের ওপরের ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই টিকা হাতে পেলে কেবলমাত্র ঢাকার বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
রোবেদ আমিন বলেন, ফাইজারের টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া হবে নাকি দ্বিতীয় ডোজ–তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। দু–একদিনের মধ্যেই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
ঢাকা: দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা আগামী রোববার ঢাকায় আসছে। এদিন রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা রয়েছে।
জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে দুই ডোজের এই টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় আসবে ১ লাখ ৬২০ ডোজ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজই এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভ্যাকসিনটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে ৪০ বছরের ওপরের ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই টিকা হাতে পেলে কেবলমাত্র ঢাকার বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
রোবেদ আমিন বলেন, ফাইজারের টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া হবে নাকি দ্বিতীয় ডোজ–তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। দু–একদিনের মধ্যেই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্মসচিব এবং তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতি ঘণ্টার সেশনে প্রশিক্ষক সম্মানী পাবেন ৩ হাজার ৬০০ টাকা। এর আগে আগে ২০১৯ সালের মে মাসে পুনঃনির্ধারণ করা সম্মানী ছিল ২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রায় পাঁচ বছরের ব্যবধানে এ ভাতা বাড়ল ১ হাজার ১০০ টাকা। তারও আগে এ ভাতা ছ
৮ মিনিট আগেনিরাপত্তা হুমকিতে পড়া ওই সাক্ষীর বিষয়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
৩৩ মিনিট আগেরাজধানীর কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে কর্মরত ১৫ জন গাড়িচালকের নামে সাময়িক বরাদ্দ করা প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) এ প্রকল্পে বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ
১ ঘণ্টা আগেনিয়োগের শর্তগুলো হলো—কেস টু কেস ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ হবে; এ নিয়োগে থাকাকালে দুদকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না; রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া যাবে না; প্রয়োজনে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে। এ ছাড়া এ
১ ঘণ্টা আগে