Ajker Patrika

রাজধানীতে চৈত্রসংক্রান্তির আয়োজনে যা যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১: ০২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা বছরের শেষ দিন ‘চৈত্রসংক্রান্তি’। আগামীকাল ১৩ এপ্রিল (রোববার) সমাপ্তি ঘটবে ১৪৩১ সনের। চৈত্রসংক্রান্তি ঘিরে প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান-পূজা-পার্বণ-মেলা। চৈত্রসংক্রান্তি উদ্‌যাপনে রাজধানীসহ সারা দেশে আয়োজিত হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান।

বাংলা বছরকে বিদায় জানাতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ নানা প্রতিষ্ঠান বর্ণিল আয়োজন করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

অনুষ্ঠানে ব্যান্ডসংগীত পরিবেশন করবে ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমাদের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরাদের ব্যান্ড ইমাং, চাকমাদের ব্যান্ড ইনভোকেশন, খাসিয়াদের ব্যান্ড ইউনিটি এবং গারোদের ব্যান্ড এফ মাইনর। অনুষ্ঠানে ৫০ জন ঢাকঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলাশিল্পীও অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চৈত্রসংক্রান্তিতে আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই আয়োজন চলবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে আয়োজিত হবে চৈত্রসংক্রান্তি আয়োজন। বিকেল ৪টায় নাট্যকর্মীরা মিলবেন সেখানে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে বিকেল সাড়ে ৫টায় করবে লোকগানের আসর। চৈত্রসংক্রান্তি আয়োজনে তাদের স্লোগান ‘ভুলে যাই দ্বন্দ্ব কেটে যাক ভ্রান্তি, শুভ-বার্তা আনুক চৈত্রসংক্রান্তি’।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত