Ajker Patrika

২৪ ঘণ্টায় আরও ৬৯ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় আরও ৬৯ ডেঙ্গু রোগী ভর্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৯ জন। আগেরদিন ছিল ৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৯ জন। এদের মধ্যে ঢাকায় ৫২ জন এবং বাইরে ১৭ জন। আগেরদিন রোগী শনাক্ত ছিল ৭০ জন। এদের মধ্যে ঢাকায় ৫৬ জন এবং বাইরে ছিল ১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬৪ জন। আগেরদিন ছিল ২৪৪ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০৩ জন এবং বাইরে ৬১ জন। আগেরদিন ভর্তি ছিল ১৮৮ জন এবং বাইরে ৫৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার ২১ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন এক হাজার ৯৭৯ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় এক হাজার ৬৮১ জন এবং বাইরে ২৯৮ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে এক হাজার ৭১০ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৪৭৬ জন এবং বাইরে ২৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২১ দিনে ৮৯০ জন। জুলাইতে গড়ে দৈনিক ৪২ জনের বেশি রোগী ভর্তি হন।

কীটতত্ত্ববিদদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত