নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুতে লোডশেডিং ও স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার কারণে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘বিদ্যুতে লোডশেডিং করার কারণে আমাদের বড় একটা সাশ্রয় হয়েছে। এখন আমরা যদি স্পট মার্কেট থেকে এলএনজির একটি জাহাজ কিনি, সেই জাহাজের খরচ পড়বে ১৫শ কোটি টাকা। সেই গ্যাস যদি আমি বিক্রি করি তাহলে পাব ৫৮ কোটি টাকা। ক্রয় ১৫ শ কোটি টাকা আর বিক্রি ৫৮ কোটি টাকা। আমরা লোডশেডিং করে একটা বিরাট অর্থ সাশ্রয় করতে পারছি। স্পট মার্কেট থেকে গ্রাস ক্রয় অসম্ভব হয়ে পড়েছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি কারকানায় বিদ্যুৎ দিয়ে আবাসিক কাতে বিদ্রুতের কিছু লোডশেড করতে। লোডশেডিং কমে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ‘লোডশেডিং এখন অনেক কমে গেছে। বিশেষ করে নভেম্বর মাস থেকে আরও কমবে। আমরা লোডশেডিং থেকে বেড়িয়ে আসছি। আমরা এখন পরিকল্পনা করছি আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে কি করব। আগামী নভেম্বরে ও ডিসেম্বরে বিদ্যুৎ ও গ্রাসের কোনো অসুবিধা হবে।’
বিদ্যুতে লোডশেডিং ও স্পট মার্কেট থেকে এলএনজি না কেনার কারণে বড় অঙ্কের অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘বিদ্যুতে লোডশেডিং করার কারণে আমাদের বড় একটা সাশ্রয় হয়েছে। এখন আমরা যদি স্পট মার্কেট থেকে এলএনজির একটি জাহাজ কিনি, সেই জাহাজের খরচ পড়বে ১৫শ কোটি টাকা। সেই গ্যাস যদি আমি বিক্রি করি তাহলে পাব ৫৮ কোটি টাকা। ক্রয় ১৫ শ কোটি টাকা আর বিক্রি ৫৮ কোটি টাকা। আমরা লোডশেডিং করে একটা বিরাট অর্থ সাশ্রয় করতে পারছি। স্পট মার্কেট থেকে গ্রাস ক্রয় অসম্ভব হয়ে পড়েছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নাজমুল আহসান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি কারকানায় বিদ্যুৎ দিয়ে আবাসিক কাতে বিদ্রুতের কিছু লোডশেড করতে। লোডশেডিং কমে এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে ‘লোডশেডিং এখন অনেক কমে গেছে। বিশেষ করে নভেম্বর মাস থেকে আরও কমবে। আমরা লোডশেডিং থেকে বেড়িয়ে আসছি। আমরা এখন পরিকল্পনা করছি আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে কি করব। আগামী নভেম্বরে ও ডিসেম্বরে বিদ্যুৎ ও গ্রাসের কোনো অসুবিধা হবে।’
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেদেশের স্থানীয় পর্যায়ে গ্রামীণ, পানিসম্পদ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৬ ঘণ্টা আগেশাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১৪ ঘণ্টা আগে