বিশেষ প্রতিনিধি, ঢাকা
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আর কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লুৎফে সিদ্দিকী।
লুৎফে সিদ্দিকী জানান, গত বছর শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় যেসব কর্মী যাচ্ছিলেন না, তাঁদের মধ্যে প্রথম ধাপে আট হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত মালয়েশিয়ায় পাঠানো হবে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত জানান, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মালয়েশিয়া সরকার কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ বৈঠকে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব আনা হবে।
সাবেক সিন্ডিকেট ইস্যু নিয়ে লুৎফে সিদ্দিকী জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো শর্ত দেয়নি, এমনকি মামলা প্রত্যাহার নিয়েও কিছু বলেনি। বরং তারা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করছে।
লুৎফে সিদ্দিকী আরও জানান, মালয়েশিয়া সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি দেখছে এবং উভয় দেশই চায়, নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো রকম জটিলতা না থাকে।
উল্লেখ্য, যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শাহরিন বিন উমর।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আর কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লুৎফে সিদ্দিকী।
লুৎফে সিদ্দিকী জানান, গত বছর শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় যেসব কর্মী যাচ্ছিলেন না, তাঁদের মধ্যে প্রথম ধাপে আট হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত মালয়েশিয়ায় পাঠানো হবে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত জানান, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মালয়েশিয়া সরকার কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ বৈঠকে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব আনা হবে।
সাবেক সিন্ডিকেট ইস্যু নিয়ে লুৎফে সিদ্দিকী জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো শর্ত দেয়নি, এমনকি মামলা প্রত্যাহার নিয়েও কিছু বলেনি। বরং তারা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করছে।
লুৎফে সিদ্দিকী আরও জানান, মালয়েশিয়া সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি দেখছে এবং উভয় দেশই চায়, নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো রকম জটিলতা না থাকে।
উল্লেখ্য, যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শাহরিন বিন উমর।
ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বাধীন কমিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির পঞ্চম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানা
২৬ মিনিট আগেমিয়ানমারের রাখাইনে সশস্ত্র সংঘাত চলতে থাকলে এবং আরাকান আর্মি জাতিগত নিধন অব্যাহত রাখলে বাংলাদেশের ভেতর দিয়ে সেখানে মানবিক সহায়তা যেতে দিতে অন্তর্বর্তী সরকার রাজি হবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার এসব কথা জানিয়েছেন।
৩৯ মিনিট আগের্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। বুধবার (২১ মে) দুপুরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এ কথা বলেন।
১ ঘণ্টা আগেবরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি পারিবারিক সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে