Ajker Patrika

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম থাকবে না: লুৎফে সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আর কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আজ বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন লুৎফে সিদ্দিকী।

লুৎফে সিদ্দিকী জানান, গত বছর শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় যেসব কর্মী যাচ্ছিলেন না, তাঁদের মধ্যে প্রথম ধাপে আট হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত জানান, বাংলাদেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেশি হওয়ায় মালয়েশিয়া সরকার কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ বৈঠকে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধনের প্রস্তাব আনা হবে।

সাবেক সিন্ডিকেট ইস্যু নিয়ে লুৎফে সিদ্দিকী জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে কোনো শর্ত দেয়নি, এমনকি মামলা প্রত্যাহার নিয়েও কিছু বলেনি। বরং তারা বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর বিষয়টি আন্তমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করছে।

লুৎফে সিদ্দিকী আরও জানান, মালয়েশিয়া সরকার অত্যন্ত আন্তরিকভাবে বিষয়টি দেখছে এবং উভয় দেশই চায়, নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো রকম জটিলতা না থাকে।

উল্লেখ্য, যৌথ ওয়ার্কিং গ্রুপের এই বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শাহরিন বিন উমর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত