বিশেষ প্রতিনিধি, ঢাকা
সরকার পরিবর্তনের কারণে আগের সরকারের সময় নেওয়া যেসব প্রকল্প অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোর মধ্যে জনহিতকর প্রকল্পগুলো নতুন করে শুরু করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এ তথ্য জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এখন স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে সেগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। এর কারণ হলো- অনেকগুলো প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে চলে গেছেন। এখন তাঁকে পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘যে সমস্ত প্রকল্প অর্ধ সমাপ্ত করে ঠিকাদারেরা চলে গেছে, যাদের পাওয়া যাচ্ছে না, সেগুলো কী করে আবার শুরু করা যায়, নতুন ঠিকাদার নিতে হলে কোনোভাবে এগুলো শুরু করে আবার শেষ করা যায়, স্থানীয়ভাবে বিভিন্ন জনহিতকর প্রকল্প বাস্তবায়ন যেন বিঘ্নিত না হয়।’
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আগে রাজনৈতিকভাবে হলেও স্থানীয় অনেক প্রকল্পের চাহিদা ছিল, এখন সেটি নেই। আমি ডিসি মহোদয়দের বলেছি—তাঁরা নিজস্ব উদ্যোগেই যেন স্থানীয়ভাবে যেগুলো দরকার, যেমন—রাস্তাঘাট নির্মাণ, রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘরের ভগ্নদশা, এগুলো তারা যেন নিজেদের উদ্যোগে কী ধরনের প্রকল্প নিতে হবে, তা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান বা তাদের পরিকল্পনা আমাদের জানান।’
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো প্রকল্প যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন ডিসিরা দেখভাল করেন, সে বিষয়ে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
সরকার পরিবর্তনের কারণে আগের সরকারের সময় নেওয়া যেসব প্রকল্প অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোর মধ্যে জনহিতকর প্রকল্পগুলো নতুন করে শুরু করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এ তথ্য জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এখন স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে সেগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। এর কারণ হলো- অনেকগুলো প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে চলে গেছেন। এখন তাঁকে পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘যে সমস্ত প্রকল্প অর্ধ সমাপ্ত করে ঠিকাদারেরা চলে গেছে, যাদের পাওয়া যাচ্ছে না, সেগুলো কী করে আবার শুরু করা যায়, নতুন ঠিকাদার নিতে হলে কোনোভাবে এগুলো শুরু করে আবার শেষ করা যায়, স্থানীয়ভাবে বিভিন্ন জনহিতকর প্রকল্প বাস্তবায়ন যেন বিঘ্নিত না হয়।’
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আগে রাজনৈতিকভাবে হলেও স্থানীয় অনেক প্রকল্পের চাহিদা ছিল, এখন সেটি নেই। আমি ডিসি মহোদয়দের বলেছি—তাঁরা নিজস্ব উদ্যোগেই যেন স্থানীয়ভাবে যেগুলো দরকার, যেমন—রাস্তাঘাট নির্মাণ, রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘরের ভগ্নদশা, এগুলো তারা যেন নিজেদের উদ্যোগে কী ধরনের প্রকল্প নিতে হবে, তা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান বা তাদের পরিকল্পনা আমাদের জানান।’
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো প্রকল্প যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন ডিসিরা দেখভাল করেন, সে বিষয়ে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
১৪ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
২ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে