Ajker Patrika

বাংলাদেশকে ৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিল মালয়েশিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ২০: ৪৬
বাংলাদেশকে ৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিল মালয়েশিয়া

বাংলাদেশকে প্রায় ৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা দিয়েছে মালয়েশিয়া। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের কাছে এ টিকা তুলে দেওয়া হয়। 

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার টিকা উপহার নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের হাতে আনুষ্ঠানিকভাবে টিকা তুলে দেন ঢাকার মালয়েশীয় হাইকমিশনার হাজনাহ মো. হাসিম। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসসহ পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশকে ৫ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ টিকা দিয়েছে মালয়েশিয়া। পররাষ্ট্রমন্ত্রী জানান, এরই মধ্যে ১০ কোটির ওপর মানুষকে টিকা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে ৬ কোটি ৭০ লাখ প্রথম ডোজের টিকা নিয়েছে। আর ৩ কোটি ৭০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন। বাংলাদেশের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। আর নিকট ভবিষ্যতে বাংলাদেশ টিকা উৎপাদন করবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত