নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান হাইকোর্টের নির্দেশনা না মানায় ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চ্যুয়াল বেঞ্চে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ক্ষমা চান তিনি।
আদালত ওসিকে ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন।
গত ৮ জুন একটি মামলার শুনানির সময় আদালত তাঁকে তলব করেন। ১৪ জুন সশরীরে হাজির হয়ে আদালতের নির্দেশ কেন অমান্য করা হয়েছে, সে বিষয়ে উপযুক্ত কারণ ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
পরবর্তী সময়ে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি এক দিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এর পর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় আদালত এ বিষয়ে শুনানি নিয়ে ওসিকে তলব করেন।
ওসি আদালতে হাজির হয়ে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিবেদন দাখিল করতে দেরি হয়েছে।
ঢাকা: সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান হাইকোর্টের নির্দেশনা না মানায় ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চ্যুয়াল বেঞ্চে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ক্ষমা চান তিনি।
আদালত ওসিকে ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন।
গত ৮ জুন একটি মামলার শুনানির সময় আদালত তাঁকে তলব করেন। ১৪ জুন সশরীরে হাজির হয়ে আদালতের নির্দেশ কেন অমান্য করা হয়েছে, সে বিষয়ে উপযুক্ত কারণ ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
পরবর্তী সময়ে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি এক দিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এর পর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় আদালত এ বিষয়ে শুনানি নিয়ে ওসিকে তলব করেন।
ওসি আদালতে হাজির হয়ে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিবেদন দাখিল করতে দেরি হয়েছে।
দেশের স্থানীয় পর্যায়ে গ্রামীণ, পানিসম্পদ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
২ ঘণ্টা আগেবাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২ ঘণ্টা আগেশাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১০ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
১১ ঘণ্টা আগে