Ajker Patrika

সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২২, ২১: ২৪
সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি বলে ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড যে মন্তব্য করেছেন, তা মিথ্যা’ বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রাষ্ট্রদূতের বক্তব্য প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সাংবাদিকেরা জানতে চাইলে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা মিথ্যা কথা বলেছেন।’

মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিব বৃহস্পতিবার তাঁকে [মন্ত্রী] জানিয়েছেন যে তাঁরা তথ্য চেয়েছেন। আজ আমি জিজ্ঞেস করেছি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে, নতুন অর্থসচিবও ছিলেন। আর উনিও [গভর্নর] আগে অর্থসচিব ছিলেন। উনি বলেছেন, আমরা আগে চেয়েছি। তাঁরা কোনো উত্তর দেয়নি। আমি বলেছি, তাহলে এটা মানুষকে জানিয়ে দিতে। এভাবে মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক হচ্ছে না।’

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিলে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সুইস কর্তৃপক্ষের কাছে তুলবে বলে মন্ত্রী জানান।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের কারও সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশ সরকার চায়নি।

নাথালি শুয়ার্ড বলেন, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা এসএনবির ২০২২ সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর বাংলাদেশিরা প্রায় ৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন।

তিনি বলেন, ‘সুইস ব্যাংকে রাখা অর্থের বিষয়ে তথ্য পেতে কী করতে হবে, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি। কিন্তু নির্দিষ্ট কোনো তথ্যের জন্য আমাদের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়নি।’

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা থাকা নিয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়, তা নিতান্তই অনুমাননির্ভর বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, সুইস ব্যাংকে সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের উৎস থেকে অর্থ জমা হয়। কাজেই কোনো একক ব্যক্তির জমা অর্থের আনুমানিক পরিমাণ থেকে এটা বোঝা সম্ভব নয়, ওই অর্থ জমার প্রেক্ষাপট কী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত