Ajker Patrika

সীমান্তে মর্টার শেল: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
সীমান্তে মর্টার শেল: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ায় ঢাকায় অবস্থিত সে দেশের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মইনুল কবীর রাষ্ট্রদূতকে ডেকে মর্টার শেলের ঘটনায় বাংলাদেশ সরকারের প্রতিবাদের কথা জানান। 

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশ সীমান্তের ভেতরে মর্টার শেল পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে একটি নোট ভারবালও (কূটনৈতিক পত্র) তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে মিয়ানমার সরকারের কাছে বার্তা দিতে রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলে পররাষ্ট্রসচিব জানান। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাষ্ট্রদূত মিয়ানমারে নিজ দেশের সরকারের কাছে বাংলাদেশের প্রতিবাদ কথা জানাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উল্লেখ করেছেন। 

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়ায় রোববার দুপুরে মিয়ানমার থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত