Ajker Patrika

সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকে দুই দিনের কর্মবিরতি শুরু কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৫
সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকে দুই দিনের কর্মবিরতি শুরু কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে 

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ) ডাকে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়েছে। কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতির কারণে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

শামসুর রহমান জানান, সিঅ্যান্ডএফের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধি-বিধান সংশোধন, পণ্য চালানে শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি সব কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। 

ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ২১ জানুয়ারির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যদের কর্মবিরতি পালন করতে বলা হয়। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, ‘সারা দেশে একযোগে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি চলছে। আজ বেলা দুইটায় আমাদের ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা আছে। সেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সে বিবেচনায় সভায় আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধান করা হবে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও বিতর্কিত লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধন না করায় আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতি পালন করতে।’ 

সিঅ্যান্ডএফ সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ৭ জুন চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, মোংলাসহ সারা দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এক দিন কর্মবিরতি পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত