Ajker Patrika

সাবেক সেনাপ্রধান মুবীন তুরস্কে সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ২৩: ১৮
সাবেক সেনাপ্রধান মুবীন তুরস্কে সড়ক দুর্ঘটনায় আহত

সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন সস্ত্রীক তুরস্কে ভ্রমণকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার পামুক্কেলে নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। 

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসউদ মান্নান আজ শনিবার আজকের পত্রিকাকে টেলিফোনে বলেন, ‘জেনারেল মুবীন ও তাঁর স্ত্রীসহ পাঁচ বাংলাদেশি নাগরিক সে দেশের রাজধানী আঙ্কারা থেকে ৪৬০ কিলোমিটার দূরে পামুক্কেলে নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। তাঁরা পর্যটকবাহী একটি বাসে ভ্রমণ করছিলেন। বাসটি দ্রুতগতিতে চলছিল। বৃষ্টির মধ্যে বাসটি চাকা পিছলে উল্টে যায়।’ 

রাষ্ট্রদূত বলেন, ‘আব্দুল মুবীনের পাঁজরের হাড় ভেঙে গেছে। তাঁর স্ত্রী ঘাড়ে ব্যথা পেয়েছেন। তাঁরাসহ আহত পাঁচ বাংলাদেশি নাগরিক পামুক্কেলে ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন।’ 

আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘জনাব মুবীনের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আহতদের কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁরা কয়েক দিন ইস্তাম্বুলে বিশ্রাম নিয়ে দেশে ফিরবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত