Ajker Patrika

বিকেএমইএ নির্বাচনের প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেএমইএ নির্বাচনের প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন বোর্ড।

আজ রোববার অ্যাসোসিয়েশনের সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ১০ মে বিকেএমইএর অনুষ্ঠেয় নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন চাওয়া হয়। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন নির্বাচিত হবেন।

এর আগে ৯ এপ্রিল শেষ দিনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলের ছিলেন ৩৯ জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জি এম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ রোববার বেলা ৩টা। শেষ দিনে চারজন মনোনয়ন প্রত্যাহার করেন। তাঁরা হলেন মোহাম্মদ হাতেমের প্যানেলের এ এস এম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন ও এম. নাসিরুদ্দীন।

মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তূর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত