নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন বোর্ড।
আজ রোববার অ্যাসোসিয়েশনের সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, আগামী ১০ মে বিকেএমইএর অনুষ্ঠেয় নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন চাওয়া হয়। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন নির্বাচিত হবেন।
এর আগে ৯ এপ্রিল শেষ দিনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলের ছিলেন ৩৯ জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জি এম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ রোববার বেলা ৩টা। শেষ দিনে চারজন মনোনয়ন প্রত্যাহার করেন। তাঁরা হলেন মোহাম্মদ হাতেমের প্যানেলের এ এস এম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন ও এম. নাসিরুদ্দীন।
মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তূর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।
নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন বোর্ড।
আজ রোববার অ্যাসোসিয়েশনের সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা যায়, আগামী ১০ মে বিকেএমইএর অনুষ্ঠেয় নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতার জন্য আবেদন চাওয়া হয়। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন নির্বাচিত হবেন।
এর আগে ৯ এপ্রিল শেষ দিনে ৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলের ছিলেন ৩৯ জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জি এম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল আজ রোববার বেলা ৩টা। শেষ দিনে চারজন মনোনয়ন প্রত্যাহার করেন। তাঁরা হলেন মোহাম্মদ হাতেমের প্যানেলের এ এস এম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন ও এম. নাসিরুদ্দীন।
মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে যে ৩৫ জন প্রার্থী হয়েছেন, তাঁরা হলেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তূর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৪ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
২৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে