Ajker Patrika

অধিকারের আদিলুর-নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির উদ্বেগ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
অধিকারের আদিলুর-নাসিরের কারাদণ্ডে ফ্রান্স ও জার্মানির উদ্বেগ 

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসিরউদ্দিন এলানের কারাদণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার ফ্রান্স ও জার্মান দূতাবাস। জার্মান দূতাবাসের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) থেকে দেওয়া এক পোস্টে যৌথভাবে এ উদ্বেগ জানানো হয়েছে। 

ওই টুইট বার্তায় বলা হয়েছে, ফ্রান্স ও জার্মানি আইনের শাসনের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। দেশ দুটি সারা বিশ্বের মতো বাংলাদেশে মানবাধিকার রক্ষকারীদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

আদিলুর ও নাসিরের কারাদণ্ড নিয়ে কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করেছে তাঁরা। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে দুই দূতাবাস।
 
মানবাধিকার ও আইনের শাসনের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ২০১৭ সালে মানবাধিকার সংগঠন অধিকারের পক্ষ থেকে আদিলুর রহমান খান ফ্রাঙ্কো-জার্মান পুরস্কার পেয়েছিলেন। প্রতিটি জাতির সমৃদ্ধির জন্য একটি প্রাণবন্ত নাগরিক সমাজ অপরিহার্য বলে দুই দেশ মনে করে।

জার্মান উপরাষ্ট্রদূত জাঁ জানস্কির পোস্ট ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই আবার পোস্ট করেছেন।   

২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকায় মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশের অভিযান নিয়ে ‘বিকৃত প্রতিবেদন ও ছবি’ ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয় আদিলুর রহমান ও নাসিরউদ্দিনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তাঁদের দুই বছর করে কারাদণ্ড হয়। 

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এক বিবৃতিতে বলেন, গত জুলাইয়ে বাংলাদেশ সফরের সময় আদিলুরের সঙ্গে তাঁর দেখা হয়েছে। অধিকারের নিবন্ধন বাতিল ও সংগঠনটির নেতাদের জেলে পাঠানোর কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। 

মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ আইরিন খান আজ শনিবার এক এক্স পোস্টে (সাবেক টুইটার) বলেন, মানবাধিকার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা কোনো অপরাধ নয়। অধিকারের আদিলুর ও নাসিরউদ্দিনকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। 

এ ছাড়া, মানবাধিকার, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো যারা তুলে ধরেন, এমন সাংবাদিকদের ওপর হামলা, তাঁদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের জন্যও তিনি অনুরোধ জানান। 

এদিকে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে আদিলুর ও নাসিরউদ্দিনকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত