Ajker Patrika

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ: প্রথম পর্বে ২২ দলের মধ্যে উপস্থিত ১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ: প্রথম পর্বে ২২ দলের মধ্যে উপস্থিত ১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্বে আমন্ত্রিত ২২ দলের মধ্যে ১৩টি দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। অনুপস্থিত রয়েছে নয়টি দল। বিকেল সাড়ে ৩টায় বাকি ২২টি দলের সঙ্গে সংলাপের কথা রয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রথম পর্বের এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার জন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। 

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

প্রথম পর্বে উপস্থিত ১৩টি রাজনৈতিক দল হলো—বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-(এনডিএম)। 

আসেনি যে ৯ দল—লিবারেল ডেমোক্রেটিক পার্টি-(এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-(বিএমএল), বাংলাদেশ কল্যান পার্টি, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি ও বাংলদেশ মুসলিম লীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত