Ajker Patrika

সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৭: ৩৩
সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থের অপচয় রোধে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি নির্দেশনা আছে। সেটি হলো সরকারিভাবে রমজান মাসে বড় ইফতার পার্টি করা যাবে না। বেসরকারিভাবেও নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, আমরা যেন অপচয় না করি। লোক দেখানো কার্যক্রমে নিজেদের না জড়াই।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তার চেয়ে ওই টাকা কারও কল্যাণে ব্যয় করা যায় বা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া যায়। আপনি-আমি বসে খেলাম, ওখানে খাদ্য ও অর্থের অপচয় হলো, এটি যৌক্তিক হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যৌক্তিকতা থাকে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত