বিশেষ প্রতিনিধি, ঢাকা
জাতীয় জিন ব্যাংকের স্থাপনার যথোপযুক্ত ব্যবহারের সুপারিশ দিতে পরিকল্পনা উপদেষ্টাকে আহ্বায়ক করে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ২৮ মে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে কমিটিতে সদস্য করা হয়েছে।
কমিটিকে সরকারি ব্যয় না বাড়িয়ে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
জিন ব্যাংকে এক বা একাধিক জাতের গাছের বীজ, পোলেন, কীটপতঙ্গ, প্রাণীর সিমেন, ওভাম, ডিম বা ভ্রূণ বা রেণু, অণুজীব বা গাছের কাটিং বা বীজহীন উদ্ভিদ ইত্যাদি জেনেটিক উপাদান ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা হয়।
গত ৫ সেপ্টেম্বর জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ নীতিমালাটি অনুমোদন না দিয়ে তা পরিমার্জন করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আহ্বায়ক করে একটি কমিটি করে দিয়েছে।
খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলিসম্পদসমূহের (জেনেটিক রিসোর্সেস) গুরুত্ব অনুধাবন ও টেকসই ব্যবহারের লক্ষ্যে এই নীতিমালা করছে সরকার।
জাতীয় জিন ব্যাংকের স্থাপনার যথোপযুক্ত ব্যবহারের সুপারিশ দিতে পরিকল্পনা উপদেষ্টাকে আহ্বায়ক করে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ ২৮ মে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে কমিটিতে সদস্য করা হয়েছে।
কমিটিকে সরকারি ব্যয় না বাড়িয়ে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
জিন ব্যাংকে এক বা একাধিক জাতের গাছের বীজ, পোলেন, কীটপতঙ্গ, প্রাণীর সিমেন, ওভাম, ডিম বা ভ্রূণ বা রেণু, অণুজীব বা গাছের কাটিং বা বীজহীন উদ্ভিদ ইত্যাদি জেনেটিক উপাদান ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা হয়।
গত ৫ সেপ্টেম্বর জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ নীতিমালাটি অনুমোদন না দিয়ে তা পরিমার্জন করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আহ্বায়ক করে একটি কমিটি করে দিয়েছে।
খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলিসম্পদসমূহের (জেনেটিক রিসোর্সেস) গুরুত্ব অনুধাবন ও টেকসই ব্যবহারের লক্ষ্যে এই নীতিমালা করছে সরকার।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
১৩ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩৫ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে