নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রোববার ভোর ৪টার দিকে আরিফ সোহেলকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলেরও সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘নুসরাত আপু মিরপুরের রূপনগরে এক আত্মীয়র বাসায় ছিলেন। আজ ভোরে তুলে নেওয়া হয়েছে।’
এর আগে দুই দিনে পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এর মধ্যে গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ নিয়ে মোট সাতজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুসরাত তাবাসুম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি তুলে আনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, এর আগে সমন্বয়কদের যে কারণে হেফাজতে নেওয়া হয়েছিল, তাঁদেরও সেই একই কারণে হেফাজতে নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ রোববার ভোর ৪টার দিকে আরিফ সোহেলকে তাঁর ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আরিফের ছোট বোন উম্মে খায়ের ঈদি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলেরও সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘নুসরাত আপু মিরপুরের রূপনগরে এক আত্মীয়র বাসায় ছিলেন। আজ ভোরে তুলে নেওয়া হয়েছে।’
এর আগে দুই দিনে পাঁচ সমন্বয়ককে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। এর মধ্যে গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।
তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ নিয়ে মোট সাতজন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার খবর পাওয়া গেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুসরাত তাবাসুম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি তুলে আনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, এর আগে সমন্বয়কদের যে কারণে হেফাজতে নেওয়া হয়েছিল, তাঁদেরও সেই একই কারণে হেফাজতে নেওয়া হয়েছে।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৪ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১১ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১১ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
১১ ঘণ্টা আগে