নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে হিসাবে ১১ কোটি ৯২ লাখ ২১ হাজার ৯৫৩ জনকে কোভিড দেওয়া হবে। সে লক্ষ্য পূরণের পথে দ্রুতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ রোববারই প্রথম ডোজ প্রাপ্ত মানুষের সংখ্যায় ১০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরতে আজ দুপুরে আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে টিকার এ তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।
দেশে কোভিড টিকাদান কর্মসূচি শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। সে হিসাবে এক বছরের মাথায় প্রথম ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে ৷ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজই এই মাইলফলক ছাড়িয়ে যাবে।
বুলেটিনে জানানো তথ্য অনুযায়ী, ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ প্রথম ডোজের টিকা পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২৬ লাখ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ড্যাশবোর্ডে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্যে জানা যাচ্ছে, এ পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লাখ ৮১ হাজার ৭২৪ জন। দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয় গত ২৮ ডিসেম্বর থেকে।
বুলেটিনে সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে সামগ্রিক করোনা সংক্রমণ নিম্নমুখী, তা এখনো বলার সময় হয়নি। শনাক্তের বিপরীতে এখনো দৈনিক মৃত্যু বেশি হচ্ছে।’
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঢাকায় সংক্রমণের প্রবণতা বেশি। তবে ঢাকার হাসপাতালগুলোয় ৫ হাজার ২৫৩টি কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যার মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি বলে জানান নাজমুল ইসলাম।
টিকা সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সে হিসাবে ১১ কোটি ৯২ লাখ ২১ হাজার ৯৫৩ জনকে কোভিড দেওয়া হবে। সে লক্ষ্য পূরণের পথে দ্রুতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ রোববারই প্রথম ডোজ প্রাপ্ত মানুষের সংখ্যায় ১০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরতে আজ দুপুরে আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে টিকার এ তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।
দেশে কোভিড টিকাদান কর্মসূচি শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। সে হিসাবে এক বছরের মাথায় প্রথম ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে ৷ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আজই এই মাইলফলক ছাড়িয়ে যাবে।
বুলেটিনে জানানো তথ্য অনুযায়ী, ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ প্রথম ডোজের টিকা পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখের বেশি। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থী প্রথম ডোজের টিকা পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২৬ লাখ।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ড্যাশবোর্ডে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্যে জানা যাচ্ছে, এ পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ১৭ লাখ ৮১ হাজার ৭২৪ জন। দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয় গত ২৮ ডিসেম্বর থেকে।
বুলেটিনে সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তবে সামগ্রিক করোনা সংক্রমণ নিম্নমুখী, তা এখনো বলার সময় হয়নি। শনাক্তের বিপরীতে এখনো দৈনিক মৃত্যু বেশি হচ্ছে।’
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ঢাকায় সংক্রমণের প্রবণতা বেশি। তবে ঢাকার হাসপাতালগুলোয় ৫ হাজার ২৫৩টি কোভিড ডেডিকেটেড শয্যার সংখ্যার মধ্যে ৪ হাজার ৫৯টিই খালি বলে জানান নাজমুল ইসলাম।
টিকা সম্পর্কিত আরও পড়ুন:
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
২ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৩ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৩ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৩ ঘণ্টা আগে