Ajker Patrika

ইনানীর নৌবাহিনী জেটিঘাটে মিয়ানমারের ৩৩০ সদস্যকে ফেরতের প্রক্রিয়া চলছে

কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ১৯
ইনানীর নৌবাহিনী জেটিঘাটে মিয়ানমারের ৩৩০ সদস্যকে ফেরতের প্রক্রিয়া চলছে

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও সরকারি দপ্তরের ৩৩০ জনকে ১২ দিন পর ফেরত নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। তাদের গ্রহণ করতে মিয়ানমার বিজিপির ৭ সদস্যের একটি প্রতিনিধিদল সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাটে পৌঁছেছে। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে কোস্ট গার্ডের জাহাজে করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউ তোরা মং-এর নেতৃত্বে সাত সদস্যের বিজিপি প্রতিনিধিদল নৌবাহিনীর জেটিঘাটে আসে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও সরকারি দপ্তরের ৩৩০ জনকে ১২ দিন পর ফেরত নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। ছবি: আজকের পত্রিকাতিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাট দিয়ে এ দেশের নৌবাহিনী শিপ কর্ণফুলীতে করে মিয়ানমারের নৌবাহিনীর একটি শিপে স্থানান্তর করা হবে ১১টায়। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কর্নেল মিউ তোরা মং ৩৩০ বিজিপি সদস্যকে গ্রহণ করতে এসেছেন।’ 

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবীর সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় তাদের হস্তান্তরের জন্য বৈঠকে মিলিত হয়। 

বিজিবি জানিয়েছে, মিয়ানমারের জাহাজটি গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। ইনানী জেটিঘাট থেকে তাঁদের কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের জাহাজে পৌঁছে দেওয়া হবে। 

বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও সরকারি দপ্তরের ৩৩০ জনকে ১২ দিন পর ফেরত নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। ছবি: আজকের পত্রিকাগত ২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘাতে টিকতে না পেরে ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে মিয়ানমারের সেনা, বিজিপি ও সরকারি দপ্তরের ৩৩০ জন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তাঁদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। 

আশ্রয় নেওয়াদের মধ্যে ৩০২ জন বিজিপি, চারজন বিজিপি পরিবারের সদস্য, দুজন সেনা কর্মকর্তা, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত