Ajker Patrika

জাতীয় স্বার্থে গবেষণাকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় স্বার্থে গবেষণাকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হলে করোনার ন্যায় পরিবেশ দূষণরোধেও বাংলাদেশকে সফল হতে হবে। এ জন্য বেশি বেশি গবেষণা করতে হবে। সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণার প্রতি জোর দিচ্ছে। দেশের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে চিকিৎসকদের এতে এগিয়ে আসতে হবে।’ 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিয়াম মাল্টিপারপাস হলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল কার্যক্রমের আওতায় গবেষণা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ক্যানসারে দিনে প্রায় আড়াই শ, হৃদ্‌রোগে আড়াই শ এমনকি সাপের কামড়েও গড়ে প্রতিদিন প্রায় ১৫ জনের মত মৃত্যু হচ্ছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ যেখানে বিশ্বে ৫ম স্থান অর্জন করেছে, দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে সেখানে শব্দ ও পরিবেশ দূষণরোধে বাংলাদেশ এখনো বিশ্বের তলানির সারিতে। এই অবস্থায় বাংলাদেশ থাকতে পারে না।’ 

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে মজবুত একটি দেশ। অথচ দেশের এই সুন্দর সময়ে এসে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো যাবে না সেটি হতে পারে না। এ কারণেই প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা খাতে জোর দিতে ২০২১-২২ অর্থ বছরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই গবেষণার কাজকে খুবই তাৎপর্যের সঙ্গে দেখতে হবে। দেশের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে যে যে খাতে গবেষণা জরুরি সেগুলোকে গুরুত্ব দিতে হবে।’
 
মন্ত্রী আরও বলেন, ওরস্যালাইন আবিষ্কারের আগে কেউ জানত না এত সহজে এত বড় চিকিৎসা উপাদান আবিষ্কার করা যেতে পারে। অথচ এখন সহজেই জানা যাচ্ছে, লবণ, পানি, চিনি মিশ্রিত করে সহজ উপাদান দিয়ে ওরস্যালাইন বানানো যায়। এগুলো গবেষণার সুফল। তাই গবেষণার কাজে প্রয়োজনে আরও বরাদ্দ বাড়ানো হবে, তবুও জাতীয় ইস্যুগুলো চিহ্নিত করে সঠিকভাবে গবেষণা কাজগুলো চালিয়ে নিতে হবে। এটি ঠিকভাবে করা গেলে এমডিজি অর্জনের মত এসডিজি অর্জনেও সফলতা আসবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত