অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গাড়িগুলোর অতিরিক্ত তেলের বিল প্রতিরোধে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগে গাড়িচালক তাঁদের ইচ্ছেমতো দূরত্ব লিখে বিল-ভাউচার তৈরি করে তা দাখিল করতেন। কোনো স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটার বাড়িয়ে লেখা হলে আসা-যাওয়ায় ১০ কিলোমিটারের বিল বেশি পরিশোধ করতে হতো। এতে প্রতি মাসে মোটা অঙ্কের তেলের বিল মন্ত্রণালয়কে বহন করতে হয়েছে। তবে দুই মাস ধরে নজরদারি থাকায় বিল কম আসা শুরু হয়েছে। জিপিএস সেবার বিল গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে জিপিএস স্থাপনের পর বিল কম আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করা, গাড়ির তেলের খরচ, মাইলেজের হিসাব, স্পিড রিপোর্ট, ইঞ্জিনের অবস্থাসহ অনেক কিছুই নজরে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের গাড়িগুলো জিপিএস সেবার আওতায় আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের ১৬টি গাড়িতে জিপিএস প্রযুক্তি স্থাপনে ব্যয় হয়েছে ৪৮ হাজার টাকা। আর প্রতি মাসে সার্ভিসের জন্য দিতে হবে গাড়িপ্রতি ৩৫০ টাকা। তবে সচিব ও উপদেষ্টার গাড়ি জিপিএসের আওতামুক্ত রাখা হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমিনের নির্দেশে গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়েছে। এতে গাড়িগুলো থেকে বাড়তি বিল প্রতিরোধ করা সম্ভব হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ব্যবহৃত গাড়িগুলোর অতিরিক্ত তেলের বিল প্রতিরোধে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগে গাড়িচালক তাঁদের ইচ্ছেমতো দূরত্ব লিখে বিল-ভাউচার তৈরি করে তা দাখিল করতেন। কোনো স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটার বাড়িয়ে লেখা হলে আসা-যাওয়ায় ১০ কিলোমিটারের বিল বেশি পরিশোধ করতে হতো। এতে প্রতি মাসে মোটা অঙ্কের তেলের বিল মন্ত্রণালয়কে বহন করতে হয়েছে। তবে দুই মাস ধরে নজরদারি থাকায় বিল কম আসা শুরু হয়েছে। জিপিএস সেবার বিল গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতে পাওয়া যায়নি। তবে জিপিএস স্থাপনের পর বিল কম আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির লোকেশন ট্র্যাক করা, গাড়ির তেলের খরচ, মাইলেজের হিসাব, স্পিড রিপোর্ট, ইঞ্জিনের অবস্থাসহ অনেক কিছুই নজরে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের গাড়িগুলো জিপিএস সেবার আওতায় আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের ১৬টি গাড়িতে জিপিএস প্রযুক্তি স্থাপনে ব্যয় হয়েছে ৪৮ হাজার টাকা। আর প্রতি মাসে সার্ভিসের জন্য দিতে হবে গাড়িপ্রতি ৩৫০ টাকা। তবে সচিব ও উপদেষ্টার গাড়ি জিপিএসের আওতামুক্ত রাখা হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব খলিল আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমিনের নির্দেশে গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার স্থাপন করা হয়েছে। এতে গাড়িগুলো থেকে বাড়তি বিল প্রতিরোধ করা সম্ভব হবে।’
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
৪ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
৪ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
৫ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
৬ ঘণ্টা আগে