নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে। এগুলো সুশাসন ও উন্নয়নের অন্তরায়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। একে আন্দোলনে পরিণত করতে হবে।
আজ মঙ্গলবার সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণীর ঘোষণা এবং তা প্রকাশ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে এই রিটের শুনানি হয়।
হাইকোর্ট বলেন, ‘ভারতে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী সংক্রান্ত আইন আছে। চাকরিতে যোগ দেওয়া এবং অবসরে যাওয়ার সময় হিসাব দিতে হয়। দুই হিসাবের মধ্যে ১০ শতাংশের বেশি পার্থক্য হলেই মামলা হয়। আমাদের এখানে অনেকেই অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন। যেটা বাঞ্ছনীয় নয়।’
শুনানিতে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেছেন, ‘রুলস অনুযায়ী অনুমতি ছাড়া ভবনও করা যায় না, অথচ তাঁরা রিসোর্ট করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। রাজস্বের ৪৩ শতাংশ খরচ করা হয় তাঁদের বেতন-ভাতা বাবদ। তাহলে আমাদের কেন জানার অধিকার থাকবে না তাঁদের কী সম্পদ আছে?’
তিনি আরও বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বেনজীর-মতিউরদের মতো শীর্ষ পদধারীদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তাঁরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবেন নাকি তাঁদের সম্পদ রক্ষা করবেন?
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য যা যা করা দরকার তা করতে হবে।
যেকোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে। এগুলো সুশাসন ও উন্নয়নের অন্তরায়। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করলে চলবে না। একে আন্দোলনে পরিণত করতে হবে।
আজ মঙ্গলবার সরকারি চাকরিজীবী ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণীর ঘোষণা এবং তা প্রকাশ সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে এই রিটের শুনানি হয়।
হাইকোর্ট বলেন, ‘ভারতে সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী সংক্রান্ত আইন আছে। চাকরিতে যোগ দেওয়া এবং অবসরে যাওয়ার সময় হিসাব দিতে হয়। দুই হিসাবের মধ্যে ১০ শতাংশের বেশি পার্থক্য হলেই মামলা হয়। আমাদের এখানে অনেকেই অঢেল সম্পদের মালিক হয়ে গেছেন। যেটা বাঞ্ছনীয় নয়।’
শুনানিতে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেছেন, ‘রুলস অনুযায়ী অনুমতি ছাড়া ভবনও করা যায় না, অথচ তাঁরা রিসোর্ট করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় জনগণের করের টাকা থেকে। রাজস্বের ৪৩ শতাংশ খরচ করা হয় তাঁদের বেতন-ভাতা বাবদ। তাহলে আমাদের কেন জানার অধিকার থাকবে না তাঁদের কী সম্পদ আছে?’
তিনি আরও বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বেনজীর-মতিউরদের মতো শীর্ষ পদধারীদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তাঁরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবেন নাকি তাঁদের সম্পদ রক্ষা করবেন?
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য যা যা করা দরকার তা করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
১ ঘণ্টা আগেএবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ফিরে আসতে হয়েছে। বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বিমানের একটি ফ্লাইট ২০ মিনিট উড়ে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
১ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩ ঘণ্টা আগে