Ajker Patrika

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৬ গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ক্যাশিয়ার পদের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩ মে) অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. তারেক হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাক্‌-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dls.gov.bd এবং job.dls.gov.bd) এবং দৈনিক পত্রিকায় যথাসময়ে প্রকাশ করা হবে।

প্রকাশিত ফলে যুক্তিসংগত কোনো কারণে সংশোধনের প্রয়োজন হলে কর্তৃপক্ষ সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে, ২ মে (শুক্রবার) এ দুটি পদের প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত