চলছে বহুবিধ কল্যাণ ও ফজিলতের মাস রমজান। এ মাসে আমরা যে যেভাবে পারি, নিজেকে সওয়াবের কাজে জড়িয়ে রাখি। তবে রমজানের অন্যতম বড় সওয়াবের কাজ হলো, রোজাদারকে ইফতার করানো। রোজাদার গরিব হোক বা ধনী, বন্ধু হোক বা অপরিচিত, দূরের কেউ বা কাছের—যেই হোক না কেন, তাকে ইফতার করানোর রয়েছে অসংখ্য সওয়াব।
ইফতার কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সবাই মিলেমিশে সারা দিনের ক্লান্তি ভোলারও সময়। এর ফলে মানুষে মানুষে সম্প্রীতি, সহানুভূতি, সংহতি ও ভালোবাসার সৃষ্টি হয়। মানুষকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে নবী (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করে। আর এ জন্য রোজাদারের সওয়াব কিঞ্চিৎ পরিমাণও কমে যায় না।’ (তিরমিজি: ৮০৭)
অন্য এক হাদিসে এসেছে, নবী (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে, তখন ইফতারের কারণে সে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে।’ অন্য বর্ণনায় রয়েছে, ‘যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দেবেন, তখন সে আনন্দিত হবে।’ (বুখারি: ১৯০৪ / ১৮৯৪, মুসলিম: ১১৫১)
অতএব ইফতার মুমিনের আনন্দময় ইবাদত। আর এই ইবাদতে যখন কাউকে শরিক করা হয়, তখন সেটাও একটি ইবাদত হয়ে যায়। কেননা ইফতার করানোর মাধ্যমে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবই পাওয়া যায়। তাই আমরা সাধ্যমত রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
চলছে বহুবিধ কল্যাণ ও ফজিলতের মাস রমজান। এ মাসে আমরা যে যেভাবে পারি, নিজেকে সওয়াবের কাজে জড়িয়ে রাখি। তবে রমজানের অন্যতম বড় সওয়াবের কাজ হলো, রোজাদারকে ইফতার করানো। রোজাদার গরিব হোক বা ধনী, বন্ধু হোক বা অপরিচিত, দূরের কেউ বা কাছের—যেই হোক না কেন, তাকে ইফতার করানোর রয়েছে অসংখ্য সওয়াব।
ইফতার কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সবাই মিলেমিশে সারা দিনের ক্লান্তি ভোলারও সময়। এর ফলে মানুষে মানুষে সম্প্রীতি, সহানুভূতি, সংহতি ও ভালোবাসার সৃষ্টি হয়। মানুষকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে নবী (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করে। আর এ জন্য রোজাদারের সওয়াব কিঞ্চিৎ পরিমাণও কমে যায় না।’ (তিরমিজি: ৮০৭)
অন্য এক হাদিসে এসেছে, নবী (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে, তখন ইফতারের কারণে সে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে।’ অন্য বর্ণনায় রয়েছে, ‘যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দেবেন, তখন সে আনন্দিত হবে।’ (বুখারি: ১৯০৪ / ১৮৯৪, মুসলিম: ১১৫১)
অতএব ইফতার মুমিনের আনন্দময় ইবাদত। আর এই ইবাদতে যখন কাউকে শরিক করা হয়, তখন সেটাও একটি ইবাদত হয়ে যায়। কেননা ইফতার করানোর মাধ্যমে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবই পাওয়া যায়। তাই আমরা সাধ্যমত রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
ইসলামি পঞ্জিকায় রবিউস সানি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, মাসের প্রথম জুমা মুসলিমদের জন্য আল্লাহর রহমত, নেক আমল ও ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ। জুমা নিজেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ইসলামে বিশেষ মর্যাদা রাখে। এ দিনে আল্লাহর নৈকট্য লাভ, গুনাহ মাফ এবং নেক কাজের প্রতিশ্রুতি অনেক বেশি।
২ ঘণ্টা আগেইসলাম মানুষের জীবনের প্রতিটি অনুষঙ্গের দিকনির্দেশনা দেয়, যেখানে শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্বারোপ করা হয়েছে। খেলাধুলাকে ইসলাম কেবল চিত্তবিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং শরীরচর্চা, সুস্থ মন ও সামরিক প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখে। ইসলাম খেলাধুলার অনুমতি দিয়েছে...
২ ঘণ্টা আগেঅনেক সময় গরমের কারণে আমরা হাফ হাতা শার্ট, গেঞ্জি বা টি-শার্ট পরে নামাজ আদায় করি। কেউ কেউ আবার স্যান্ডো গেঞ্জি পরে নামাজ আদায় করে থাকেন, যেখানে কাঁধ খোলা থাকে। এই অবস্থায় নামাজ আদায় করলে তা কি শুদ্ধ হবে?
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা-২০২৫। মেলায় আসছে নতুন নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণ নিতে আসছে পাঠকেরা। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষ আসছে বইমেলায়। তারা নতুন-পুরোনো সব ধরনের বই নেড়েচেড়ে দেখছে। পছন্দের বই কিনতে ভুলছে না।
৩ ঘণ্টা আগে