চলছে বহুবিধ কল্যাণ ও ফজিলতের মাস রমজান। এ মাসে আমরা যে যেভাবে পারি, নিজেকে সওয়াবের কাজে জড়িয়ে রাখি। তবে রমজানের অন্যতম বড় সওয়াবের কাজ হলো, রোজাদারকে ইফতার করানো। রোজাদার গরিব হোক বা ধনী, বন্ধু হোক বা অপরিচিত, দূরের কেউ বা কাছের—যেই হোক না কেন, তাকে ইফতার করানোর রয়েছে অসংখ্য সওয়াব।
ইফতার কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সবাই মিলেমিশে সারা দিনের ক্লান্তি ভোলারও সময়। এর ফলে মানুষে মানুষে সম্প্রীতি, সহানুভূতি, সংহতি ও ভালোবাসার সৃষ্টি হয়। মানুষকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে নবী (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করে। আর এ জন্য রোজাদারের সওয়াব কিঞ্চিৎ পরিমাণও কমে যায় না।’ (তিরমিজি: ৮০৭)
অন্য এক হাদিসে এসেছে, নবী (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে, তখন ইফতারের কারণে সে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে।’ অন্য বর্ণনায় রয়েছে, ‘যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দেবেন, তখন সে আনন্দিত হবে।’ (বুখারি: ১৯০৪ / ১৮৯৪, মুসলিম: ১১৫১)
অতএব ইফতার মুমিনের আনন্দময় ইবাদত। আর এই ইবাদতে যখন কাউকে শরিক করা হয়, তখন সেটাও একটি ইবাদত হয়ে যায়। কেননা ইফতার করানোর মাধ্যমে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবই পাওয়া যায়। তাই আমরা সাধ্যমত রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
চলছে বহুবিধ কল্যাণ ও ফজিলতের মাস রমজান। এ মাসে আমরা যে যেভাবে পারি, নিজেকে সওয়াবের কাজে জড়িয়ে রাখি। তবে রমজানের অন্যতম বড় সওয়াবের কাজ হলো, রোজাদারকে ইফতার করানো। রোজাদার গরিব হোক বা ধনী, বন্ধু হোক বা অপরিচিত, দূরের কেউ বা কাছের—যেই হোক না কেন, তাকে ইফতার করানোর রয়েছে অসংখ্য সওয়াব।
ইফতার কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সবাই মিলেমিশে সারা দিনের ক্লান্তি ভোলারও সময়। এর ফলে মানুষে মানুষে সম্প্রীতি, সহানুভূতি, সংহতি ও ভালোবাসার সৃষ্টি হয়। মানুষকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে নবী (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করে। আর এ জন্য রোজাদারের সওয়াব কিঞ্চিৎ পরিমাণও কমে যায় না।’ (তিরমিজি: ৮০৭)
অন্য এক হাদিসে এসেছে, নবী (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে, তখন ইফতারের কারণে সে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে।’ অন্য বর্ণনায় রয়েছে, ‘যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দেবেন, তখন সে আনন্দিত হবে।’ (বুখারি: ১৯০৪ / ১৮৯৪, মুসলিম: ১১৫১)
অতএব ইফতার মুমিনের আনন্দময় ইবাদত। আর এই ইবাদতে যখন কাউকে শরিক করা হয়, তখন সেটাও একটি ইবাদত হয়ে যায়। কেননা ইফতার করানোর মাধ্যমে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবই পাওয়া যায়। তাই আমরা সাধ্যমত রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
আল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১২ ঘণ্টা আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
২০ ঘণ্টা আগেপ্রতি মাসে তিন দিন রোজা রাখার মধ্যে বেশ ফজিলত রয়েছে। হাদিসের ভাষায় এই তিনটি রোজাকে বলায় হয় আইয়ামে বিজের রোজা। এই রোজা প্রতি আরবি মাসের তেরো, চৌদ্দ ও পনেরো তারিখে রাখতে হয়।
২ দিন আগেএকজন মুসলমানের জীবনে ইমান এক অমূল্য সম্পদ। তবে সৎকার ছাড়া ইমানও মূল্যহীন। আসুন, ইমান ও সৎকাজের পুরস্কার সম্পর্কে সংক্ষেপে জেনে নিই।
২ দিন আগে