আবরার নাঈম
রোজা মুমিনের ঢালস্বরূপ। এটি গুনাহ থেকে বাঁচার ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি রোজাও একজন মুমিনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘রোজা হলো ঢাল।’ (সহিহ বুখারি: ১৮৯৪)
তবে শত্রুপক্ষের ক্রমাগত আক্রমণে ঢাল যেমন ছিদ্র হয়ে যায়, তদ্রূপ কিছু কথা ও কাজের মাধ্যমে রোজাও নষ্ট হয়ে যায়। তখন রোজা আর ঢাল হিসেবে কাজ করে না। অর্থাৎ গুনাহ থেকে বিরত রাখে না। যে দুটি কাজ রোজার মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করে সে দুটির একটি হলো, গিবত। গিবত একটি জঘন্য পাপ। রমজান কিংবা রমজানের বাইরে—সবসময় এটি অপরাধ। কারও গিবত করা মানে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো। আল্লাহ তাআলা বলেন, ‘এবং একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা তা ঘৃণা করো।’ (সুরা হুজুরাত: ১২)
দ্বিতীয়টি হলো, মিথ্যা বলা। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে মিথ্যা কথা বলাও একটি। আনাস (রা.) থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, আল্লাহর সঙ্গে শরিক করা, প্রাণ হত্যা করা, মা-বাবার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা। কিংবা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সহিহ বুখারি: ৬৮৭১) গিবত করা বা মিথ্যা কথা বলা সবসময় পাপ। তবে হাদিসে এসেছে, রোজা অবস্থায় এই দুই পাপ থেকে বিরত থাকতে না পারলে রোজার সওয়াব থেকেই মাহরুম হতে হবে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
রোজা মুমিনের ঢালস্বরূপ। এটি গুনাহ থেকে বাঁচার ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি রোজাও একজন মুমিনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘রোজা হলো ঢাল।’ (সহিহ বুখারি: ১৮৯৪)
তবে শত্রুপক্ষের ক্রমাগত আক্রমণে ঢাল যেমন ছিদ্র হয়ে যায়, তদ্রূপ কিছু কথা ও কাজের মাধ্যমে রোজাও নষ্ট হয়ে যায়। তখন রোজা আর ঢাল হিসেবে কাজ করে না। অর্থাৎ গুনাহ থেকে বিরত রাখে না। যে দুটি কাজ রোজার মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করে সে দুটির একটি হলো, গিবত। গিবত একটি জঘন্য পাপ। রমজান কিংবা রমজানের বাইরে—সবসময় এটি অপরাধ। কারও গিবত করা মানে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো। আল্লাহ তাআলা বলেন, ‘এবং একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা তা ঘৃণা করো।’ (সুরা হুজুরাত: ১২)
দ্বিতীয়টি হলো, মিথ্যা বলা। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে মিথ্যা কথা বলাও একটি। আনাস (রা.) থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, আল্লাহর সঙ্গে শরিক করা, প্রাণ হত্যা করা, মা-বাবার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা। কিংবা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সহিহ বুখারি: ৬৮৭১) গিবত করা বা মিথ্যা কথা বলা সবসময় পাপ। তবে হাদিসে এসেছে, রোজা অবস্থায় এই দুই পাপ থেকে বিরত থাকতে না পারলে রোজার সওয়াব থেকেই মাহরুম হতে হবে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
আল্লাহর সন্তুষ্টি, প্রেম ও ভালোবাসা অর্জনের এক অনন্য প্রেমময় ও তুলনাহীন ইবাদত হজ। আজকের লেখায় আলোচনা করব হজের প্রকারভেদ, হজের প্রয়োজনীয় মাসআলা ও আহকাম বিষয়ে।
১২ ঘণ্টা আগেমুমিনের বহুল প্রত্যাশিত ইবাদত হজে মাবরুর। ‘হজে মাবরুর’ হজের একটি পরিভাষা। সহজে বললে, হজে মাবরুর হলো সেই হজ, যা আল্লাহর কাছে কবুল হয়। হজ পালনের সময় বিশুদ্ধ নিয়ত থাকা...
২০ ঘণ্টা আগেপ্রতি মাসে তিন দিন রোজা রাখার মধ্যে বেশ ফজিলত রয়েছে। হাদিসের ভাষায় এই তিনটি রোজাকে বলায় হয় আইয়ামে বিজের রোজা। এই রোজা প্রতি আরবি মাসের তেরো, চৌদ্দ ও পনেরো তারিখে রাখতে হয়।
২ দিন আগেএকজন মুসলমানের জীবনে ইমান এক অমূল্য সম্পদ। তবে সৎকার ছাড়া ইমানও মূল্যহীন। আসুন, ইমান ও সৎকাজের পুরস্কার সম্পর্কে সংক্ষেপে জেনে নিই।
২ দিন আগে