আবরার নাঈম
রোজা মুমিনের ঢালস্বরূপ। এটি গুনাহ থেকে বাঁচার ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি রোজাও একজন মুমিনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘রোজা হলো ঢাল।’ (সহিহ বুখারি: ১৮৯৪)
তবে শত্রুপক্ষের ক্রমাগত আক্রমণে ঢাল যেমন ছিদ্র হয়ে যায়, তদ্রূপ কিছু কথা ও কাজের মাধ্যমে রোজাও নষ্ট হয়ে যায়। তখন রোজা আর ঢাল হিসেবে কাজ করে না। অর্থাৎ গুনাহ থেকে বিরত রাখে না। যে দুটি কাজ রোজার মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করে সে দুটির একটি হলো, গিবত। গিবত একটি জঘন্য পাপ। রমজান কিংবা রমজানের বাইরে—সবসময় এটি অপরাধ। কারও গিবত করা মানে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো। আল্লাহ তাআলা বলেন, ‘এবং একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা তা ঘৃণা করো।’ (সুরা হুজুরাত: ১২)
দ্বিতীয়টি হলো, মিথ্যা বলা। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে মিথ্যা কথা বলাও একটি। আনাস (রা.) থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, আল্লাহর সঙ্গে শরিক করা, প্রাণ হত্যা করা, মা-বাবার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা। কিংবা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সহিহ বুখারি: ৬৮৭১) গিবত করা বা মিথ্যা কথা বলা সবসময় পাপ। তবে হাদিসে এসেছে, রোজা অবস্থায় এই দুই পাপ থেকে বিরত থাকতে না পারলে রোজার সওয়াব থেকেই মাহরুম হতে হবে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
রোজা মুমিনের ঢালস্বরূপ। এটি গুনাহ থেকে বাঁচার ঢাল। যুদ্ধের ময়দানে ঢাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, তেমনি রোজাও একজন মুমিনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘রোজা হলো ঢাল।’ (সহিহ বুখারি: ১৮৯৪)
তবে শত্রুপক্ষের ক্রমাগত আক্রমণে ঢাল যেমন ছিদ্র হয়ে যায়, তদ্রূপ কিছু কথা ও কাজের মাধ্যমে রোজাও নষ্ট হয়ে যায়। তখন রোজা আর ঢাল হিসেবে কাজ করে না। অর্থাৎ গুনাহ থেকে বিরত রাখে না। যে দুটি কাজ রোজার মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করে সে দুটির একটি হলো, গিবত। গিবত একটি জঘন্য পাপ। রমজান কিংবা রমজানের বাইরে—সবসময় এটি অপরাধ। কারও গিবত করা মানে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো। আল্লাহ তাআলা বলেন, ‘এবং একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা তা ঘৃণা করো।’ (সুরা হুজুরাত: ১২)
দ্বিতীয়টি হলো, মিথ্যা বলা। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে মিথ্যা কথা বলাও একটি। আনাস (রা.) থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, ‘কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, আল্লাহর সঙ্গে শরিক করা, প্রাণ হত্যা করা, মা-বাবার অবাধ্য হওয়া এবং মিথ্যা বলা। কিংবা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সহিহ বুখারি: ৬৮৭১) গিবত করা বা মিথ্যা কথা বলা সবসময় পাপ। তবে হাদিসে এসেছে, রোজা অবস্থায় এই দুই পাপ থেকে বিরত থাকতে না পারলে রোজার সওয়াব থেকেই মাহরুম হতে হবে।
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
৪ ঘণ্টা আগেআত্মীয়তার বন্ধন আছে বলেই পৃথিবী এত সুন্দর। পারস্পরিক সম্পর্কের এ বন্ধন না থাকলে হয়তো পৃথিবীর রূপ ভিন্ন থাকত। মা তার সন্তানের প্রতি, ভাই তার ভাইয়ের প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার যে রূপ আমরা দেখতে পাই—তা হয়তো থাকত না। কোরআন ও হাদিসে আত্মীয়তার বন্ধন রক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেজুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ ব্যাপক এবং অনেক বিস্তৃত। সাধারণত জুলুম অর্থ নির্যাতন, নিপীড়ন। শরিয়তের পরিভাষায় জুলুম বলা হয়—কোনো উপযুক্ত জিনিসকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা। যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মানুষ বিভিন্ন পদ্ধতিতে একজন অন্যজনের ওপর জুলুম করে।
১৯ ঘণ্টা আগেমা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং নিরাপদ আশ্রয়স্থল। তাঁদের আদর-সোহাগে আমাদের জীবনের ভিত্তি রচিত হয়। তাঁদের ত্যাগ ও পরিশ্রমে গড়ে ওঠে সুন্দর ভবিষ্যৎ। তাঁদের ভরসায় আমরা শক্তি পাই এবং তাঁদের দোয়ায় জীবন সার্থক হয়। ইসলাম তাই মা-বাবাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এবং তাঁদের প্রতি সদাচরণকে আল্লাহ তাআলার ইবাদতের
১ দিন আগে