কাউসার লাবীব
তসবি জিকির-আজকারের গুরুত্বপূর্ণ এক উপকরণ। আল্লাহর স্মরণে মুমিনদের সাহায্য করে এই জপমালা। হাতে তসবি, মুখে জিকির—মুমিনের হৃদয়ে ওঠে আল্লাহর প্রেম। যুগ যুগ ধরেই জিকির-আজকারে মুসলমানরা তসবি ব্যবহার করে আসছে। যেমন তুরস্কের কেসেরি প্রদেশের ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদে ৭০০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন এক তসবি।
১২৮১ সালে নির্মিত হয় ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদ। মসজিদটি উদ্বোধনের দিন তৎকালীন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়া থেকে পাঠানো হয় জুনিপারগাছের কাঠ দিয়ে তৈরি ১৩ মিটার লম্বা এই তসবি, যাতে রয়েছে ১ হাজার ১১১টি সুনিপুণ দানা। এর ওজন প্রায় পাঁচ কেজি। ধুলাবালি থেকে নিরাপদ রাখতে তসবিটি মসজিদের ভেতরে এক কাচের বাক্সে রাখা হয়, যেন মানুষ তা দেখে চোখ জুড়াতে পারে এবং এর মনোরম সুবাসে হৃদয় বিমোহিত করতে পারে। এই তসবি মুসল্লিরা সব সময় ব্যবহার করতে পারেন না। বছরের বিশেষ বিশেষ দিন, ইবাদতের রাত এবং রমজান মাসে মানুষজন এটি দিয়ে জিকির-আজকার করার সুযোগ পান।
‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদের ইমাম শায়খ মাহমুদ সামি বলেন, ঐতিহাসিক এই মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয়। এ ছাড়া এটি এ অঞ্চলের আকর্ষণীয় স্থাপনাগুলোর অন্যতম। এই মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো, ৭০০ বছর পুরোনো এই তসবি। তসবিটি যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। জুনিপারগাছের কাঠ দিয়ে সুনিপুণভাবে তৈরির কারণে এতে পচন ধরে না। এ ছাড়া যত্নের সঙ্গে ব্যবহারের ফলে ধুলাবালি মিশে এটি নষ্টও হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ এবং তসবি দেখার জন্য দর্শনার্থীরা ছুটে আসেন। অন্য রকম এক আধ্যাত্মিকতায় ছুঁয়ে যায় তাঁদের মন। তাঁরা আবেগাপ্লুত হয়ে ফিরে যান।
মসজিদটির নিয়মিত মুসল্লি ২৩ বছর বয়সী নুরুল্লাহ কুলাই বলেন, ‘ছেলেবেলা থেকেই মসজিদে এই তসবিটি দেখে আসছি। ইমাম সাহেব খুব সচেতনতার সঙ্গে এর যত্ন নেন। আমরা রমজান এবং ধর্মীয় উপলক্ষগুলোতে এই তসবি দিয়ে প্রার্থনা ও জিকিরে নিবিষ্ট হই।’
মসজিদ মহল্লার প্রবীণ বাসিন্দা উসমান শাম জানান, ‘আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই তসবি নিয়ে অনেক গল্প শুনেছি। বছরের গুরুত্বপূর্ণ দিন কিংবা ভূমিকম্প-দুর্যোগের সময় জিকির-আজকারের জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে।’
৭ শতাব্দী পুরোনো ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদের এই তসবিটি কেবল ইতিহাসের এক অমূল্য রত্ন নয়, বরং আধ্যাত্মিক ধারাবাহিকতা এবং ধর্মীয় একাগ্রতার এক অনন্য প্রতীক হয়ে সুবাস ছড়াচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
তসবি জিকির-আজকারের গুরুত্বপূর্ণ এক উপকরণ। আল্লাহর স্মরণে মুমিনদের সাহায্য করে এই জপমালা। হাতে তসবি, মুখে জিকির—মুমিনের হৃদয়ে ওঠে আল্লাহর প্রেম। যুগ যুগ ধরেই জিকির-আজকারে মুসলমানরা তসবি ব্যবহার করে আসছে। যেমন তুরস্কের কেসেরি প্রদেশের ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদে ৭০০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন এক তসবি।
১২৮১ সালে নির্মিত হয় ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদ। মসজিদটি উদ্বোধনের দিন তৎকালীন সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়া থেকে পাঠানো হয় জুনিপারগাছের কাঠ দিয়ে তৈরি ১৩ মিটার লম্বা এই তসবি, যাতে রয়েছে ১ হাজার ১১১টি সুনিপুণ দানা। এর ওজন প্রায় পাঁচ কেজি। ধুলাবালি থেকে নিরাপদ রাখতে তসবিটি মসজিদের ভেতরে এক কাচের বাক্সে রাখা হয়, যেন মানুষ তা দেখে চোখ জুড়াতে পারে এবং এর মনোরম সুবাসে হৃদয় বিমোহিত করতে পারে। এই তসবি মুসল্লিরা সব সময় ব্যবহার করতে পারেন না। বছরের বিশেষ বিশেষ দিন, ইবাদতের রাত এবং রমজান মাসে মানুষজন এটি দিয়ে জিকির-আজকার করার সুযোগ পান।
‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদের ইমাম শায়খ মাহমুদ সামি বলেন, ঐতিহাসিক এই মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয়। এ ছাড়া এটি এ অঞ্চলের আকর্ষণীয় স্থাপনাগুলোর অন্যতম। এই মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো, ৭০০ বছর পুরোনো এই তসবি। তসবিটি যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। জুনিপারগাছের কাঠ দিয়ে সুনিপুণভাবে তৈরির কারণে এতে পচন ধরে না। এ ছাড়া যত্নের সঙ্গে ব্যবহারের ফলে ধুলাবালি মিশে এটি নষ্টও হয় না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদ এবং তসবি দেখার জন্য দর্শনার্থীরা ছুটে আসেন। অন্য রকম এক আধ্যাত্মিকতায় ছুঁয়ে যায় তাঁদের মন। তাঁরা আবেগাপ্লুত হয়ে ফিরে যান।
মসজিদটির নিয়মিত মুসল্লি ২৩ বছর বয়সী নুরুল্লাহ কুলাই বলেন, ‘ছেলেবেলা থেকেই মসজিদে এই তসবিটি দেখে আসছি। ইমাম সাহেব খুব সচেতনতার সঙ্গে এর যত্ন নেন। আমরা রমজান এবং ধর্মীয় উপলক্ষগুলোতে এই তসবি দিয়ে প্রার্থনা ও জিকিরে নিবিষ্ট হই।’
মসজিদ মহল্লার প্রবীণ বাসিন্দা উসমান শাম জানান, ‘আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই তসবি নিয়ে অনেক গল্প শুনেছি। বছরের গুরুত্বপূর্ণ দিন কিংবা ভূমিকম্প-দুর্যোগের সময় জিকির-আজকারের জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে।’
৭ শতাব্দী পুরোনো ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদের এই তসবিটি কেবল ইতিহাসের এক অমূল্য রত্ন নয়, বরং আধ্যাত্মিক ধারাবাহিকতা এবং ধর্মীয় একাগ্রতার এক অনন্য প্রতীক হয়ে সুবাস ছড়াচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মহান আল্লাহ আমাদের একমাত্র রিজিকদাতা। সমগ্র সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন। তাই রিজিকের সন্ধানে দিশেহারা নয়, বরং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা জরুরি। কোরআন ও হাদিসের আলোকে ৪টি আমল করলে রিজিক বৃদ্ধি হবে বলে আশা করা যায়।
২০ মিনিট আগেইসলামে দান-সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল। পবিত্র কোরআন ও হাদিসে এর অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। সদকা কেবল দরিদ্রের প্রয়োজনই মেটায় না, বরং এটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে।
৭ ঘণ্টা আগেআত্মীয়তার বন্ধন আছে বলেই পৃথিবী এত সুন্দর। পারস্পরিক সম্পর্কের এ বন্ধন না থাকলে হয়তো পৃথিবীর রূপ ভিন্ন থাকত। মা তার সন্তানের প্রতি, ভাই তার ভাইয়ের প্রতি, স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার যে রূপ আমরা দেখতে পাই—তা হয়তো থাকত না। কোরআন ও হাদিসে আত্মীয়তার বন্ধন রক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগেজুলুম আরবি শব্দ। জুলুমের অর্থ ব্যাপক এবং অনেক বিস্তৃত। সাধারণত জুলুম অর্থ নির্যাতন, নিপীড়ন। শরিয়তের পরিভাষায় জুলুম বলা হয়—কোনো উপযুক্ত জিনিসকে উপযুক্ত স্থানে না রেখে অনুপযুক্ত স্থানে রাখা। যে জুলুম করে তাকে জালিম বলা হয়। মানুষ বিভিন্ন পদ্ধতিতে একজন অন্যজনের ওপর জুলুম করে।
১ দিন আগে