যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে আজ মঙ্গলবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবেন এবং শেষ মুহূর্তে আলোচনার কোনো সুযোগ নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো আগামীকাল (আজ মঙ্গলবার) থেকেই কার্যকর হবে।’
গত মাসে ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন। তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না; এসব পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।
কানাডা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ জোগান দেয়।
কয়েক দিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেন। সোমবার ট্রাম্প জানান, তাঁর শুল্কনীতি ‘অটোমোবাইল কোম্পানিগুলোর জন্য খুবই উত্তেজনাপূর্ণ হবে।’
এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন, যার মধ্যে শুল্ক ও শুল্কবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ট্রুডো বলেন, কানাডা ১৫৫ বিলিয়ন কানাডীয় ডলারের মার্কিন আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, যার মধ্যে ৩০ বিলিয়ন কানাডীয় ডলারের শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
ট্রুডো বলেন, ‘আমেরিকার এই বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের প্রতিক্রিয়ার বাস্তব প্রভাব পড়বে উভয় দেশের জনগণ ও শ্রমিকদের ওপর। আমরা এই পরিস্থিতিতে আসতে চাইনি, আমরা এটি চাইনি। কিন্তু আমরা কানাডীয়দের পক্ষে এবং কানাডা-যুক্তরাষ্ট্রের সফল অংশীদারত্ব রক্ষায় পিছপা হব না।’
ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শুল্ক আদতে ফেন্টানিল প্রবাহ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে কি না, তখন ট্রুডো বলেন, ‘মার্কিন-কানাডা সীমান্ত বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিরাপদ সীমান্ত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। অবৈধ অভিবাসীদের মধ্যেও ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে।’ তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, আরও কিছু করা প্রয়োজন নেই। কানাডার বিরুদ্ধে এই বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া আমাদের সত্যিকারের একসঙ্গে কাজ করার সঠিক উপায় নয়।’
অপরদিকে, শেইনবাউম জানান, মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে। তা বাস্তবায়নে কাজ চলছে। এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্কবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত—ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেইনবাউম লিখেছেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি।’ শেইনবাউম আরও লেখেন, ‘যদি এমন কোনো জোট থেকে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে শক্তিশালী অস্ত্র বিক্রি করে।’
যুক্তরাষ্ট্রকে দক্ষিণে অস্ত্রের অবৈধ প্রবাহ বন্ধে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সেই বিরোধের অংশ, যা নিয়ে মেক্সিকো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে লড়ছে। প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, মেক্সিকো কোনো সংঘাত চায় না। উভয় দেশের জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে একটি যৌথ কার্যকরী দল গঠনের প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে আজ মঙ্গলবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবেন এবং শেষ মুহূর্তে আলোচনার কোনো সুযোগ নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে। এগুলো আগামীকাল (আজ মঙ্গলবার) থেকেই কার্যকর হবে।’
গত মাসে ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন। তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না; এসব পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।
কানাডা যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী, যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৬০ শতাংশ জোগান দেয়।
কয়েক দিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তৎপর কূটনৈতিক আলোচনার পর ট্রাম্প এই শুল্ক কার্যকরের তারিখ পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেন। সোমবার ট্রাম্প জানান, তাঁর শুল্কনীতি ‘অটোমোবাইল কোম্পানিগুলোর জন্য খুবই উত্তেজনাপূর্ণ হবে।’
এর আগে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন, যার মধ্যে শুল্ক ও শুল্কবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ট্রুডো বলেন, কানাডা ১৫৫ বিলিয়ন কানাডীয় ডলারের মার্কিন আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, যার মধ্যে ৩০ বিলিয়ন কানাডীয় ডলারের শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং বাকি অংশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে।
ট্রুডো বলেন, ‘আমেরিকার এই বাণিজ্যিক পদক্ষেপ এবং আমাদের প্রতিক্রিয়ার বাস্তব প্রভাব পড়বে উভয় দেশের জনগণ ও শ্রমিকদের ওপর। আমরা এই পরিস্থিতিতে আসতে চাইনি, আমরা এটি চাইনি। কিন্তু আমরা কানাডীয়দের পক্ষে এবং কানাডা-যুক্তরাষ্ট্রের সফল অংশীদারত্ব রক্ষায় পিছপা হব না।’
ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের শুল্ক আদতে ফেন্টানিল প্রবাহ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে কি না, তখন ট্রুডো বলেন, ‘মার্কিন-কানাডা সীমান্ত বিশ্বের অন্যতম শক্তিশালী ও নিরাপদ সীমান্ত। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে। অবৈধ অভিবাসীদের মধ্যেও ১ শতাংশেরও কম কানাডা থেকে আসে।’ তিনি বলেন, ‘এর মানে এই নয় যে, আরও কিছু করা প্রয়োজন নেই। কানাডার বিরুদ্ধে এই বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া আমাদের সত্যিকারের একসঙ্গে কাজ করার সঠিক উপায় নয়।’
অপরদিকে, শেইনবাউম জানান, মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পরিকল্পনাও রয়েছে। তা বাস্তবায়নে কাজ চলছে। এই পরিকল্পনায় শুল্কের পাশাপাশি শুল্কবহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
মেক্সিকো মাদক পাচারকারী জোটের সঙ্গে জড়িত—ওয়াশিংটনের এই অভিযোগেরও জবাব দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে শেইনবাউম লিখেছেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের অপরাধী সংগঠনের সঙ্গে জোট থাকার যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমরা তা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি।’ শেইনবাউম আরও লেখেন, ‘যদি এমন কোনো জোট থেকে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে শক্তিশালী অস্ত্র বিক্রি করে।’
যুক্তরাষ্ট্রকে দক্ষিণে অস্ত্রের অবৈধ প্রবাহ বন্ধে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি সেই বিরোধের অংশ, যা নিয়ে মেক্সিকো দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে লড়ছে। প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, মেক্সিকো কোনো সংঘাত চায় না। উভয় দেশের জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে একটি যৌথ কার্যকরী দল গঠনের প্রস্তাব দিয়েছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৩৬ মিনিট আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৩ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে