হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক এক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফ নামের ওই সিনেটরকে গ্রেপ্তার করে জ্যামাইকার কনস্ট্যাবুলারি ফোর্স। তাঁকে মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস সিনেটরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস।
জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআইও।
গত বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট মোইসেকে তাঁর বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই দেশটির তৎকালীন পুলিশপ্রধান লিওন চার্লস বলেছিলেন, ‘জোসেফ প্রেসিডেন্ট হত্যায় অস্ত্র সরবরাহ করেছিলেন এবং মিটিং আয়োজন করেছিলেন।’
প্রেসিডেন্ট মোইসে হত্যাকাণ্ড নিয়ে হাইতি পুলিশের করা এক তদন্তের ১২৪ পৃষ্ঠার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।
প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কলাম্বিয়ার সেনাবাহিনীর সাবেক কয়েক সেনাসদস্যও রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা হয়েছিল।
এদিকে হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
প্রসঙ্গত, নিকট অতীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।
হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক এক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফ নামের ওই সিনেটরকে গ্রেপ্তার করে জ্যামাইকার কনস্ট্যাবুলারি ফোর্স। তাঁকে মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস সিনেটরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস।
জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআইও।
গত বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট মোইসেকে তাঁর বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই দেশটির তৎকালীন পুলিশপ্রধান লিওন চার্লস বলেছিলেন, ‘জোসেফ প্রেসিডেন্ট হত্যায় অস্ত্র সরবরাহ করেছিলেন এবং মিটিং আয়োজন করেছিলেন।’
প্রেসিডেন্ট মোইসে হত্যাকাণ্ড নিয়ে হাইতি পুলিশের করা এক তদন্তের ১২৪ পৃষ্ঠার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।
প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কলাম্বিয়ার সেনাবাহিনীর সাবেক কয়েক সেনাসদস্যও রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা হয়েছিল।
এদিকে হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
প্রসঙ্গত, নিকট অতীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
২৫ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তারা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
২৮ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
২ ঘণ্টা আগে