অনলাইন ডেস্ক
উত্তর আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে ছাদ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। এখনো চলছে উদ্ধার তৎপরতা। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে আর খুব বেশি সময় হাতে নেই বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এখনো যারা চাপা পড়ে আছেন, তারা আর ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর আর বেঁচে থাকবেন না বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
গত মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো দমিঙ্গোর ব্যস্ততম নাইটক্লাব জেট সেটে জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজের কনসার্ট চলছিল। কনসার্ট দেখতে সেখানে জড়ো হয়েছিলেন হাজারখানেক মানুষ। স্থানীয় সময় রাত দেড়টার দিকে ভেঙে পড়ে ক্লাবটির ছাদ। সেখানে রাজনীতিক, ক্রীড়াবিদসহ জনপ্রিয় ও ক্ষমতাধর ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে এক প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্তাভিও দোতেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছিল।
সংগীতশিল্পী রুবি পেরেজও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন বলে জানা গিয়েছিল। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় তিনিও মারা গেছেন। কনসার্টে উপস্থিত ছিলেন রুবি পেরেজের মেয়ে জুলিনকা ও জামাতা। তাঁরা দুজনই জীবিত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন।
জুলিনকা জানান, দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টার মতো জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন তিনি। জুলিনকা আরও বলেন, ‘উদ্ধারকর্মীরা বাবার কাছে যখন পৌঁছেছিল তখন তিনি গান গাইছিলেন। পুরোটা সময়ই তিনি গান গেয়েই সময় কাটাচ্ছিলেন। কিন্তু তাঁকে বের করা যাচ্ছিল না। দুর্ঘটনার প্রায় ১৫-১৬ ঘণ্টা পর বাবা আমাদের ছেড়ে চলে যান।’
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছাদ ধসে পড়ার মুহূর্তের দৃশ্য। এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ছাদের দিকে আঙুল দেখিয়ে বলছেন, ‘সিলিং থেকে কিছু একটা পড়ল।’ গায়ক রুবি পেরেজও লোকটির দেখানো স্থানের দিকে তাকিয়ে ছিলেন। এর ঠিক ৩০ সেকেন্ড পর হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ পাওয়া যায়। শোনা যায়, এক নারী চিৎকার করে বলছেন, ‘বাবা, কী হয়েছে? তুমি ঠিক আছ তো?’
রুবি পেরেজের ব্যান্ডের একজন সদস্য বলেন, ‘আমি ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে।’
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের। উদ্ধার তৎপরতায় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত একজন মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের একাধিক বৈধ স্থায়ী বাসিন্দা নিহত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
উত্তর আমেরিকার ক্যারিবীয় অঞ্চলের দেশ ডমিনিকান রিপাবলিকে ছাদ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৪ জনে। এখনো চলছে উদ্ধার তৎপরতা। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে আর খুব বেশি সময় হাতে নেই বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এখনো যারা চাপা পড়ে আছেন, তারা আর ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর আর বেঁচে থাকবেন না বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
গত মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো দমিঙ্গোর ব্যস্ততম নাইটক্লাব জেট সেটে জনপ্রিয় সংগীতশিল্পী রুবি পেরেজের কনসার্ট চলছিল। কনসার্ট দেখতে সেখানে জড়ো হয়েছিলেন হাজারখানেক মানুষ। স্থানীয় সময় রাত দেড়টার দিকে ভেঙে পড়ে ক্লাবটির ছাদ। সেখানে রাজনীতিক, ক্রীড়াবিদসহ জনপ্রিয় ও ক্ষমতাধর ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে এক প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্তাভিও দোতেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছিল।
সংগীতশিল্পী রুবি পেরেজও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন বলে জানা গিয়েছিল। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় তিনিও মারা গেছেন। কনসার্টে উপস্থিত ছিলেন রুবি পেরেজের মেয়ে জুলিনকা ও জামাতা। তাঁরা দুজনই জীবিত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন।
জুলিনকা জানান, দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টার মতো জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন তিনি। জুলিনকা আরও বলেন, ‘উদ্ধারকর্মীরা বাবার কাছে যখন পৌঁছেছিল তখন তিনি গান গাইছিলেন। পুরোটা সময়ই তিনি গান গেয়েই সময় কাটাচ্ছিলেন। কিন্তু তাঁকে বের করা যাচ্ছিল না। দুর্ঘটনার প্রায় ১৫-১৬ ঘণ্টা পর বাবা আমাদের ছেড়ে চলে যান।’
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছাদ ধসে পড়ার মুহূর্তের দৃশ্য। এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ছাদের দিকে আঙুল দেখিয়ে বলছেন, ‘সিলিং থেকে কিছু একটা পড়ল।’ গায়ক রুবি পেরেজও লোকটির দেখানো স্থানের দিকে তাকিয়ে ছিলেন। এর ঠিক ৩০ সেকেন্ড পর হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ পাওয়া যায়। শোনা যায়, এক নারী চিৎকার করে বলছেন, ‘বাবা, কী হয়েছে? তুমি ঠিক আছ তো?’
রুবি পেরেজের ব্যান্ডের একজন সদস্য বলেন, ‘আমি ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে।’
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের। উদ্ধার তৎপরতায় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিকমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত একজন মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের একাধিক বৈধ স্থায়ী বাসিন্দা নিহত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৫ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২৩ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে