Ajker Patrika

৮০ লাখ ডলারের মেকআপ চুরি করে আমাজনে বিক্রি করে ‘ক্যালিফোর্নিয়া গার্লস’  

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৬: ২০
৮০ লাখ ডলারের মেকআপ চুরি করে আমাজনে বিক্রি করে ‘ক্যালিফোর্নিয়া গার্লস’  

যুক্তরাষ্ট্রের দোকানে দোকানে দল বেঁধে ঢুকে প্রায় ৮০ লাখ ডলার মূল্যের মেকআপ সরঞ্জাম চুরি করে আমাজনে বিক্রি করে দিয়েছে নারীদের একটি চক্র। ‘ক্যালিফোর্নিয়া গার্লস’ নামে এই চক্রের হোতা ৫৩ বছর বয়সী মিচেল ম্যাককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের এক বিলাসবহুল বাড়িতে থেকে এই কার্যক্রম পরিচালনা করেন ম্যাক। ক্যালিফোর্নিয়া ছাড়াও টেক্সাস, ফ্লোরিডা ও ওহাইয়োসহ ১০টি অঙ্গরাজ্যের বিভিন্ন দোকান থেকে মেকআপ সরঞ্জাম চুরির জন্য তিনি প্রায় ১২ জন নারীকে নিযুক্ত করেছিলেন। চুরিকৃত পণ্যগুলো পরবর্তীতে ম্যাক মূল্যছাড়ে আমাজনে বিক্রি করতেন। 

আমেরিকার বিখ্যাত কিছু খুচরা বিক্রয়কেন্দ্র, যেমন—উল্টা, টিজে ম্যাক্স এবং ওয়ালগ্রিনসে এসব চুরি করা হতো বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বলা হয়। 

সংবাদমাধ্যম সিএনবিসি এর প্রতিবেদন অনুসারে, ক্য়ালিফোর্নিয়া গার্লস নামের এ চক্রটি ম্যাকের নির্দেশে ক্যালিফোর্নিয়া থেকে অন্যান্য অঙ্গরাজ্যতে গিয়ে শতাধিক চুরি কার্যক্রম চালিয়েছে। পুলিশ বলছে, তাদের বিমানভাড়া, গাড়িভাড়া ও যাতায়াতের অন্যান্য সব খরচ দিতেন ম্যাক। ক্যালিফোর্নিয়া ছাড়াও তারা ওয়াশিংটন, উটাহ, ওরেগন, কলোরাডো, অ্যারিজোনা, ইলিনয়, টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস ও ওহাইয়োতে গিয়ে চুরি করতো। 

কোন দোকানে কোন পণ্যগুলো চুরি করা হবে তা বাছাই করতেন ম্যাক। চক্রের সদস্যরা সে অনুযায়ী চুরি করে নিজেদের লুই ভিঁতোর ব্যাগে ভরে দোকান থেকে বের হয়ে আসতো বলে জানায় পুলিশ। 

গত শুক্রবার (৮ মার্চ) ক্যালিফোর্নিয়ার অ্যাটোর্নি জেনারেলের দায়েরকৃত মামলা অনুসারে, ২০২৩ সালের ৬ ডিসেম্বর একটি তল্লাশি পরোয়ানা জারির পরে মিচেল ও স্বামী কেনেথ ম্যাকের বাড়ি থেকে ৩ লাখ ডলারেরও বেশি মূল্যের মেকআপ সামগ্রী ও অন্যান্য পণ্য পাওয়া যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক ম্যাকের এক প্রতিবেশী সংবাদমাধ্যম এনবিসি সান ডিয়েগোকে বলেন, ‘আমি দেখছি বিচার ব্যবস্থা বেশ ধীরেসুস্থে কাজ করলেও কিছুটা কাজ করছে।’

খুচরা বিক্রয়কেন্দ্র উল্টা বিউটির কর্মী ম্যারিবেল কারমোনা বলেন, ‘তাদের গ্রেপ্তারের খবরটি বেশ ভালো খবর। এটা দুর্ভাগ্যজনক যে এই মেয়েরা এত অল্প বয়সে এসবে জড়িয়ে নিজের জীবন ধ্বংস করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত