ডয়চে ভেলে
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৪ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৪ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৫ ঘণ্টা আগে