ইরানের তেল পরিবহনকারী একটি হুথি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভারতীয় নাগরিকসহ ১৮টি কোম্পানি এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস (ওএফএসি) কোম্পানিগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওএফএসি বলছে, অবৈধ তেল পরিবহনকারী জাহাজের ক্যাপ্টেনরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স-সমর্থিত হুথির অর্থবিষয়ক কর্মকর্তা সাইদ আল-জামাল এবং তাঁর নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখতেন।
গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওএফএসি।
নিষেধাজ্ঞা দেওয়া ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ নিবন্ধিত চাংতাই শিপিং অ্যান্ড মোশনভিগেশন লিমিটেড এবং আরব আমিরাতভিত্তিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্ট। আর নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই ভারতীয় নাবিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট।
বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতীয় নাগরিক রাহুল রতনলাল ওয়ারিকু ইন্দো গাল্ফ শিপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেফ সিজ শিপ এবং অরুম শিপের ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন, যেগুলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী লজিস্টিকস ও আল-জামাল নেটওয়ার্কে ইরানি তেলের চালানে জড়িত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হংকং ও ভারতের দ্বৈত নাগরিক দীপঙ্কর মোহন কেওট ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের প্রযুক্তিগত ব্যবস্থাপক। কেওট কোম্পানির তত্ত্বাবধানে থাকা জাহাজগুলোর বাজেট ও ব্যয়সহ জাহাজের কার্যকলাপ নিরীক্ষণ করেন।
ইরানের তেল পরিবহনকারী একটি হুথি নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দুই ভারতীয় নাগরিকসহ ১৮টি কোম্পানি এবং ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস (ওএফএসি) কোম্পানিগুলোর ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওএফএসি বলছে, অবৈধ তেল পরিবহনকারী জাহাজের ক্যাপ্টেনরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্স-সমর্থিত হুথির অর্থবিষয়ক কর্মকর্তা সাইদ আল-জামাল এবং তাঁর নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক রাখতেন।
গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ওএফএসি।
নিষেধাজ্ঞা দেওয়া ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ নিবন্ধিত চাংতাই শিপিং অ্যান্ড মোশনভিগেশন লিমিটেড এবং আরব আমিরাতভিত্তিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্ট। আর নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই ভারতীয় নাবিক ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট।
বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতীয় নাগরিক রাহুল রতনলাল ওয়ারিকু ইন্দো গাল্ফ শিপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেফ সিজ শিপ এবং অরুম শিপের ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন, যেগুলো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী লজিস্টিকস ও আল-জামাল নেটওয়ার্কে ইরানি তেলের চালানে জড়িত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হংকং ও ভারতের দ্বৈত নাগরিক দীপঙ্কর মোহন কেওট ইন্দো গাল্ফ শিপ ম্যানেজমেন্টের প্রযুক্তিগত ব্যবস্থাপক। কেওট কোম্পানির তত্ত্বাবধানে থাকা জাহাজগুলোর বাজেট ও ব্যয়সহ জাহাজের কার্যকলাপ নিরীক্ষণ করেন।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৮ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১০ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে