Ajker Patrika

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রতি ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর এলাকা

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রতি ঘণ্টায় পুড়ছে ৫০০০ একর এলাকা

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ এক দাবানল। প্রতি ঘণ্টায় এটি ছড়িয়ে পড়ছে পাঁচ হাজার একর বা আট বর্গমাইল এলাকায়। দ্য পার্ক ফায়ার নামের বুধবার শুরু হওয়া এ দাবানলে চিকোর উত্তর-পূর্বে তিন লাখ ৪৮ হাজারের বেশি এলাকা পুড়েছে। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা ক্যাল ফায়ার জানিয়েছে শনিবার পর্যন্ত এর নিয়ন্ত্রণের হার শূন্য শতাংশ।

আড়াই হাজারের মতো ফায়ার ফাইটার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছেন। এই এলাকার পার্বত্য ভূমি ও ঝড়ো বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার ৪২ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিউট কাউন্টির অ্যালিগেটর হোলের কাছের একটি গিরিখাদে জ্বলন্ত একটি গাড়ি গড়িয়ে ফেলে তিনি দাবানলের সূচনা করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

অঙ্গরাজ্যটি সৃষ্টি হওয়া এ বছরের সবচেয়ে বড় দাবানল এটি। ক্যাল ফায়ারের কমান্ডার বিলি সি বলেন, দাবানলটি ঘণ্টায় পাঁচ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ছে।

সি এক বিবৃতিতে বলেন, শুক্রবারের তুলনায় প্রায় তিন গুণ লোক আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন শনিবার। তারপরও সংখ্যাটা যথেষ্ট নয়।

ক্যাল ফায়ারের আগুনের চরিত্র ও গতি প্রকৃতি বিশেষজ্ঞ স্কট উইজ জানান, এলাকাটায় প্রচুর ঘাস থাকায় আগুন প্রচুর জ্বালানি পাচ্ছে। শুক্রবার এক লাখ ৫০ হাজার একরের মতো এলাকা দাবানলে পুড়েছে।

তবে কর্তৃপক্ষ আশাবাদী শনিবার আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এটা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তারা। শনিবার বাতাসের গতি এবং তাপমাত্রা কমেছে আগের তুলনায়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন পার্ক ফায়ার দাবানলের কারণে শুক্রবার বিউট এবং টেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন ।

‘জীবন এবং সম্পত্তি রক্ষা করার জন্য নাগালের মধ্যে থাকা প্রতিটি সরঞ্জাম আমরা  ব্যবহার করছি। আমাদের অগ্নিনির্বাপণ এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলি এই  দাবানল মোকাবিলায় চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছে।’ এক বিবৃতিতে বলেন তিনি। 

অন্তত ১৬টি হেলিকপ্টার আগুনের শিখা নিয়ন্ত্রণে কাজ করছে। সুযোগ বুঝে সামরিক উড়োজাহাজ থেকেও পানি ঢালা হচ্ছে আগুনে। দাবানল থেকে রক্ষা করার জন্য বিউটের কিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে মারাত্মক দাবানল ক্যাম্প ফায়ারে ২০১৮ সালে এই কাউন্টির অন্তত ৮০ জন মানুষের মৃত্যু হয়।

ইতিমধ্যে বিউটে কাউন্টির কোহাসেট শহরের ৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যাল ফায়ার জানিয়েছে ইতিমধ্যে ১৩৪টি ভবন ধ্বংস হয়ে গেছে। আরও চার হাজার ২০০ ভবন ঝুঁকিতে আছে।

পার্ক ফায়ার বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে যেসব দাবানল হচ্ছে তার একটি। দ্য ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০২টি বড় দাবানল পর্যবেক্ষণ করছে। এর বেশিরভাগই পশ্চিম উপকূলের রাজ্যগুলিতে।

ওরেগনে গত বৃহস্পতিবার রাতে একটি ট্যাংকার বিমান দুর্ঘটনায় একজন অগ্নিনির্বাপক পাইলট নিহত হয়েছেন।

এদিকে কানাডার জেসপার ন্যাশনাল পার্কে একটি বড় দাবানলে জেসপার শহরের শত শত ভবন ধ্বংস করেছে। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি এবং শীতল তাপমাত্রা ঐতিহাসিক পর্যটন শহরটির বাকি অংশকে রক্ষার প্রচেষ্টায় সাহায্য করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত