Ajker Patrika

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারানো সাবমেরিনের ধ্বংসাবশেষ পেল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারানো সাবমেরিনের ধ্বংসাবশেষ পেল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএস হার্ডার নামের সাবমেরিনটি সমুদ্রের অতল গভীরে হারিয়ে গিয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপের কাছে সাবমেরিনটি পাওয়া গেছে। এটি পানির ৩ হাজার ফুট নিচে পড়ে ছিল। ১৯৪৪ সালের ২৯ আগস্ট ৭৯ জন পুরুষ ক্রু নিয়ে সাবমেরিনটি ডুবে যায়।

ডুবে যাওয়ার আগে এই সাবমেরিনটি জাপানের তিনটি ডেস্ট্রয়ারকে পানিতে ডুবিয়ে দেয়। এ ছাড়া চারদিনের মধ্যে আরও দুটি ডেস্ট্রয়ারের ব্যাপক ক্ষতি করে এটি।

এর মাধ্যমে জাপানিরা তাদের যুদ্ধের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়। যা পরবর্তীতে যুদ্ধে জাপানের পরাজয় ডেকে আনে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হিস্টোরিক অ্যান্ড হেরিটেজ কমান্ডের প্রধান অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল স্যামুয়েল জে.কক্স বলেছেন, ‘যুদ্ধে জয়ের সময় সাবমেরিনটি হারিয়ে যায়। আমাদের ভুললে চলবে না জয় পেতেও মূল্য দিতে হয়। যেমনটি দিতে হয় স্বাধীনতার ক্ষেত্রে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত অঞ্চলে ফিলিপাইন ছিল যুদ্ধের অন্যতম বড় ময়দান। ওই সময় জাপানের কাছ থেকে ফিলিপাইনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে ব্যাপক যুদ্ধ করে মার্কিন বাহিনী।

ফিলিপাইনের সমুদ্র তলদেশে পড়ে আছে বিশ্বযুদ্ধে ব্যবহৃত অনেক জাহাজের ধ্বংসাবশেষ।

হার্ডার নামের এই সাবমেরিনটি খুঁজে বের করেছে মার্কিন ‘লস্ট৫২ প্রজেক্ট’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যে ৫২টি সাবমেরিন হারিয়ে গিয়েছিল সেগুলো খুঁজে পাওয়ার কাজ করছে সংস্থাটি। হার্ডার নামের সাবমেরিনটি অনেকটা অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত